বাঁকুড়ার পর লাভপুর , চন্দ্রকোণা সহ পুরুলিয়ায় দেওয়াল ভেঙে ৭ জনের মৃত্যু , আবাস যোজনার টাকা আটকে প্রশ্নের মুখে বিজেপি

অক্টোবর ০১, ২০২৩ বিকাল ০৭:৪০ IST
65197ae30ef4b_Bankura-17

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত ২ দিনের টানা বৃষ্টিতে রাজ্যে ক্রমেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। গতকাল বাঁকুড়ার পর আজ বীরভূমের লাভপুর, পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোণা সহ পুরুলিয়ায় কেঁন্দার দরোডি গ্রামেও দেওয়াল ভেঙে মৃত্যু মিছিল অব্যাহত। এই মৃত্যুতে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আঙুল উঠে আসছে। অভিযোগ , আবাস যোজনার টাকা আটকে না রাখলে এই প্রাণ গুলি অকালে ঝরে যেত না। সব মিলিয়ে দেওয়াল ধসে পড়ায় চার জায়গা মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর , শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে বহু জায়গার মাটির কাঁচা বাড়ি ভিজে রয়েছে। পুরুলিয়ায় কেঁন্দার দরোডি গ্রামে সুদর্শন সহিস নামে এক ব্যক্তির কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। গুরুতর আহত হয় তার চার বছরের ছেলে ও তিন বছরের মেয়ে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন তিন বছরের মেয়ে নিত্যা সহিসকে। এই ঘটনায় একজনের মৃত্যু সহ আরও ৪ জন আহত হয়েছে।

অন্যদিকে একই ঘটনা ঘটেছে পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোণায় ৫ নম্বর ওয়ার্ডে। বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ভেঙে দুই জন শিশু আহত হয়েছে। অভিযোগ উঠে আসছে , বারবার প্রশাসনকে চিঠি দেবার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

বীরভূমের লাভপুরের ডাঙাল গ্রামেও দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম নাম তমালকৃষ্ণ মন্ডল। জানা গেছে, রবিবার সকালে কাঁচা বাড়ির সামনেই দাড়িয়ে ছিলেন তিনি। তখনি ঘটনাটি ঘটে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৭। এদিকে এতগুলি মৃত্যুর জেরে এখানেও আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 

অন্যদিকে আবাস যোজনার বকেয়া টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করে বিজেপির জানান, ঠিকমতো হিসেব না দেবার জন্য এবং দুর্নীতির কারণেই আবাস যোজনা প্রকল্প বন্ধ রয়েছে।

মৃত শিশুদের পরিবারের দাবি, “কাঁচা ঘর ছিল। তাই ভেঙে পড়েছে। আমরা তো আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আশ্বাস দিয়েছিল ঘর দেবে। এখনও পাইনি। যদি পাকা বাড়ি থাকত দেওয়াল কী পড়ত?"

ভিডিয়ো

Kitchen accessories online