নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দেউচা পাচামি পর এবার পশ্চিম বর্ধমানের বারাবনির গৌরান্ডি পানুরিয়ায় কয়লাখনি প্রকল্পের রূপায়ণে উদ্যোগী পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগম। এই প্রকল্পের কাজ শুরু হতেই প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
ইতিমধ্যেই কয়লাখনি প্রকল্প রূপায়নের জন্য আসানসোলের সার্কিট হাউসে প্রশাসনিক স্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিমান উপপাধ্যায়, পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগমের সিএমডি সহ আসানসোল দুর্গাপুর পুলিশ আধিকারিকরা। কয়লা খনি প্রকল্পের কাজের জন্য জমি অধিগ্রহণ করা এবং সেই জমির পরিবর্তে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়।
একদিকে বৈঠকের পরই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া কয়েকদিন পর শুরু হবে বলে জানানো হয়। এই প্রকল্পের দায়িত্ব দরপত্রের মাধ্যমে একটি সংস্থা পেয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের দাবি, এই কাজ শুরু হওয়া মাত্রই ৭০০ জন প্রত্যক্ষ এবং ৫ হাজার জনকে পরোক্ষভাবে কর্মসংস্থান দেওয়া হবে। এই প্রকল্প শুরুর জন্য এক হাজার কোটি টাকার বরাত দেয় কেন্দ্রীয় কয়লামন্ত্রক।
কয়লা খনি প্রকল্পের কাজের জন্য ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন এবং ট্রেডিং কর্পোরেশকে একটি টেন্ডার করা হয়। এই প্রকল্পের কাজ শুরু করতে ৩৭০ হেক্টর জমি প্রয়োজন বলে জানা যায়। পশ্চিম বর্ধমান জেলার পানুরিয়া, দাসকেয়ারি, কাঁটাপাহাড়ি, জামগ্রাম, আলিগঞ্জ এই জায়গাগুলো কয়লা প্রকল্পের আওতায় আসবে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা লোকনাথ চট্টোপাধ্যায় বলেন,'আমরা চাই এখানে শিল্প আসুক। যাদের জমি আছে তারা প্রত্যক্ষ এবং যাদের জমি নেই তারা পরোক্ষভাবে উপকৃত হবে। শিল্প হলে মানুষ কর্মসংস্থানও পাবে। তাই আমরা এই কয়লাশিল্পকে স্বাগত জানাচ্ছি‘।
আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন,’ যে সংস্থা এই প্রকল্পের টেন্ডার পেয়েছে তারা সি ব্লক থেকে কাজ প্রথমে শুরু করবে। ফলে যত দ্রুত সম্ভব জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে সংস্থাকে’।
শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের