নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – তৃণমূলের মিছিল করতে বাধা পুলিশের। বুধবার সন্ধ্যেয় বিজেপির বিরুদ্ধে পাল্টা মিছিল করতে বাধা দেওয়ায় বি টি রোডে তৃণমূল প্রার্থী তাপস রায়, সৌগত রায় সহ তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত হয়। পাশাপাশি বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের অভিযোগ, পার্নো মিত্রের রোড শো-তে তৃণমূল কর্মীও আহত হয়েছে। বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল প্রার্থীর।
তৃণমূল প্রার্থী তাপস রায়ের অভিযোগ, প্ররোচনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাইক র্যালি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিদিন বিজেপি সমর্থকরা বাইক র্যালি করছে। পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হলেও তারা নিস্ক্রিয় হয়েই থেকেছেন বলে অভিযোগ।
অভিযোগ জানাতে তৃণমূল প্রার্থী তাপস রায়, তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা বরানগর থানায় গেছে অভিযোগ দায়ের করতে। বাকি তৃণমূল কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো জারি রাখে।
প্রসঙ্গত, বুধবার সকালে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের বাইক মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এই মিছিল চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, পার্নো মিত্রকে হেনস্থা করা হয়।