গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বর্ধমান

এপ্রিল ১৮, ২০২১ বিকাল ০৬:৩২ IST
607c18a1ca2ff_IMG_20210418_17012536

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বর্ধমান।রবিবার পূর্ব বর্ধমান শহরের তৃণমূল-বিজেপি দুই দলের গোষ্ঠী দ্বন্দ্ব বাধে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটপর্ব মেটার পর রাতে বিজেপি কর্মী সমর্থকরা বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে।পাড়ার একটি ক্লাবে হামলা চালায়।

এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর মাঠে যায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িঘর দেখতে যায়। এরপরেই দু'পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। শুরু হয় লাঠি নিয়ে মারপিট এবং ইটবৃষ্টি।

অন্যদিকে বিজেপি নেতা খোকন সেনের দাবি, "গোটা বর্ধমান শহরে রিভলভার দিয়ে মানুষকে তৃণমূল কংগ্রেস ভোট দিতে বাধা দিয়েছিল, আমরা আমাদের ক্ষমতা অনুসারে তাদেরকে প্রতিহত করতে  পেরেছি। তৃনমূল কংগ্রেস তারা তাদের হারের ভয়ে আজকে গোটা বর্ধমান শহরে সন্ত্রাস সৃষ্টি করছে।"

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিডিয়ো

Kitchen accessories online