নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - ক্যানিং থানার অন্তর্গত নারিকেল তলা গ্রামে আত্মঘাতী হলেন প্রাক্তন হা-ডু-ডু খেলোয়াড়।মৃতের নাম কানাই মন্ডল বয়স, বয়স ৬৫।স্থানীয় সূত্রে খবর , এক সময় জেলার বিভিন্ন প্রান্তে দাপটের সাথে হা-ডু-ডু খেলে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন কানাই মন্ডল।তিনি আত্মঘাতীর শিকার, কিন্তু কেন তিনি এমন করলেন তা নিয়ে চলছে তদন্ত। এই ব্যাপারে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
স্ত্রী ও দুই মেয়ে কে নিয়ে সংসার করতেন তিনি। বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল চলছিল না। ইদানিং মানসিক অবসাদে ভুগছিলেন প্রাক্তন হা ডু ডু খেলোয়াড় কানাই মন্ডল। মাঝে মধ্যে স্ত্রীর সাথে বচসা হতো, তাতে অনেকটাই ভেঙে পড়েছেন কানাই। প্রত্যহ বাড়ির অশান্তি নিতে পারছিলেন বয়স্ক হা দু ডু ডু খেলোয়াড়। পাড়া- প্রতিবেশীর সঙ্গে ও তেমন সু-সম্পর্ক ছিলো না।
গত বৃহষ্পতিবার স্ত্রীর সাথে বচসা হয়।পরে সকলের অলক্ষ্যে বিষ খাওয়ার সিদ্বান্ত নেয়। প্রতিবেশীরা জানতে পেরে তড়িঘড়ি উদ্ধার করে তাকে, চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসকদের সমস্ত পরিষেবা উপেক্ষা করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রাক্তন হা-ডু-ডু খেলোয়াড় কানাই মন্ডল।রবিবার ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা