নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত রবিবার কন্যাসন্তান জন্ম দিয়েছে আলিয়া। তারপর থেকেই আনন্দের জোয়ার বলিউডে , সেইসঙ্গে আনন্দে মেতেছেন রণলিয়ার ভক্তেরাও l সন্তান জন্ম নেওয়ার পর থেকেই এই দম্পতি তাদের সন্তানকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন l
বৃহস্পতিবার সকালে তাঁরা এই সদ্যোজাতকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশে রওনা দেন l হাসপাতালের গেটে তাদের গাড়ি দেখা মাত্রই একরাশ চিত্রগ্রাহকের দল তাদের গাড়ির ওপর হামলে পরলে সামনে ও পিছনে উপর দিকে নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকার কারণে তাঁরাই ভিড় এড়িয়ে রণলিয়ার গাড়িটিকে দ্রুত বার করে নিয়ে যান।
সূত্রের খবর , গত অনেকদিন ধরেই ঋষি কপূর এবং নীতু কপূরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো সদ্যোজাতের আগমনে জন্য একটু একটু করে প্রায় নতুন রূপে সেজে উঠছিল এবং রণবীর-আলিয়া তাঁদের সদ্যোজাতকে নিয়ে নতুন হয়ে সেই ওঠা বিলাসবহুল প্রাসাদেই উঠেছেন বলে জানা যাচ্ছে l ন'তলা বাড়ির এক তলায় থাকেন নীতু কপূর ও আর একতলায় থাকেন আলিয়া এবং রণবীর , কিন্তু এবার অবশ্য তাদের সঙ্গে সন্তানও থাকবে l যদিও বাড়ির পুরো একটা তলা তাদের এই সদ্যোজাতের জন্যই রাখা আছে l
খুদের পিসি মানে রণবীর কপূরের বোন রিদ্ধিমা এবং তাঁর ছেলে যাতে মাঝে মাঝেই এসে থাকতে পারেন তাই একটা তলা তাদের জন্যও ধার্য করা আছে l অন্য ফ্লোরগুলির মধ্যে একটিতে হবে রণলিয়ার দফতর আছে যেখানে তাঁরা ছবির চিত্রনাট্য সোনার জন্যও ব্যাবহার করে থাকেন l আর বাকি তলাগুলিতে নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থার জন্য রাখা হয়েছে l রণলিয়ার এই প্রাসাদে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের জন্যেও আলাদা করে বাড়ির একটা অংশ বরাদ্দ করা আছে।
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি
চলতি বছর পাঠান আর জওয়ান দিয়ে খেল দেখিয়েছেন কিং খান, এবার পালা ডাঙ্কির
এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তার ছাত্ররা এসে পারফর্ম করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন কিং খান
ছবি প্রকাশ্যে আসার পর নতুন জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামী কিছু তারকারা এবং রাজনীতিবিদরা
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন