নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জমি নিয়ে দুই পরিবারের মারামারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।ঘটনায় জখম হয়েছেন এক মহিলা সহ মোট চারজন।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগণার উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের কালিবটতলার মোড়ল পাড়ায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , একটি জমি কেনা কে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে বিগত প্রায় আট মাস আগে।এদিন সন্ধ্যা নাগাদ বাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন সাবির।অভিযোগ সেই সময় মজিদ , লুৎফর , মোজাম্মেল , লতুয়ার মোড়ল সহ ৮/১০ জন লাঠি লোহার রড নিয়ে সাবিরের উপর চড়াও হয়।
মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় চিৎকার করছিলেন সাবির। সেই সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসে পরিবারের তিন সদস্য। অভিযোগ তাদেরকে ও লাঠি,লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জমখ হয় একই পরিবারের চার সদস্য।
ঘটনায় জখম হয়েছেন আক্তার মোড়ল,সাবির মোড়ল,আবির ও আমিনা মোড়ল।স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আক্তার মোড়ল,সাবির মোড়লদের অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনার বিষয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
এপ্রসঙ্গে আহত এক ব্যাক্তি জানিয়েছেন,'জমি নিয়ে বিবাদ ছিলো তাই রাস্তায় আমার ছেলেকে একা পেয়ে ৮/১০ জন মারধর করছিলো।তখন আমরা আটকাতে যায় আমাদেরও মারধর করা হয়।আমরা এর বিচার চাই।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত