নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - বছরের শুরুতে বুনিয়াদপুরে পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। আজ সকালে বংশীহারী থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। শহরজুড়ে সচেতনতামূলক বাইক ও সাইকেল র্যালি বের করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহাকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লা মঙ্গল সাহা সহ প্রমূখ বিশিষ্ট ব্যক্তিরা।
পথ দুর্ঘটনা কমাবার স্বার্থে ২০১৬ সালে রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্ভব ঘটে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের দ্বারা বহু মানুষ সচেতন হোন। যার দরুন পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে যায়। আজ বংশীহারী থানার পুলিশের উদ্যোগে শহরজুড়ে বাইক ও সাইকেল র্যালি হয়। নীল-সাদা বেলুন ও পায়রা উড়িয়ে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে একাধিক পথ সচেতনতার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকরা।
আই সি মনোজ্যিত সরকার বলেন, 'নতুন বছরে আমরা সকলে পথ দুর্ঘটনা কমাবার শপথে অঙ্গীকারবদ্ধ হলাম। আজ আমরা এই কর্মসূচির দ্বারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিলাম। আপনারা যদি নিয়ম বিধি মেনে বাইক চালাতে না পারেন, তবে সাইকেল চালান। বাইক চালাতে গেলে কিছু নির্দিষ্ট বিধি মানতেই হবে। পথ দুর্ঘটনা কমানোই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং সকল বিধি মেনে রাস্তায় গাড়ি চালান'।
এস ডি পি ও দীপাঞ্জন ভট্টচার্য্য বলেন, 'আপনারা নিজেরা বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। গাড়ি চালাতে না পারলে সাইকেল চালান। আগের বছরের তুলনায় এই বছর পথ দুর্ঘটনার সংখ্যা কমাবার ক্ষেত্রে আমরা অঙ্গিকার বদ্ধ হলাম। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিলাম। পরবর্তীতে কোনো ব্যক্তি নিয়ম না মানলে, প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে'।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী