নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত এক বছর ধরে রোদ-বৃষ্টি-ঝড় মাথায় করে, কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে কৃষকরা। অবশেষে কৃষকদের আন্দোলনের সামনে নতি স্বীকার করল মোদি সরকার। আজ গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বড় সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশবাসীর উদ্দেশ্য বক্তৃতা দেওয়ার সময়, তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরু পূর্ণিমার বিশেষ উপলক্ষ্যে বিতর্কিত তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করে, জানিয়েছেন, 'আজ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলতে চাই, আমাদের তপস্যায় নিশ্চয়ই কোনো না কোনো ঘাটতি ছিল। আমরা কিছু কৃষক ভাইদের বোঝাতে পারিনি। আজ গুরু নানক দেবের পবিত্র উৎসব। এটা কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি সমগ্র দেশকে জানাতে চাই, সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে'।
তিনি আরও জানিয়েছেন, 'চলতি মাসের শেষের দিকে ৩ টি কৃষি আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করা হবে। এমএসপিকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কৃষক, কৃষি বিজ্ঞানী, কৃষি অর্থনীতিবিদদের প্রতিনিধি থাকবেন'। এর পাশাপাশি, আন্দোলনে বসে থাকা কৃষকদের ঘরে ফিরে যাওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার গুরু পূর্ণিমা উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোট কৃষকদের সুবিধার জন্য তাঁর সরকারের নেওয়া পদক্ষেপের রূপরেখা দিয়েছেন। তিনি জানান, 'আমার পাঁচ দশকের জীবনে আমি কৃষকদের অসুবিধা ও চ্যালেঞ্জ খুব কাছ থেকে অনুভব করেছি। কৃষি বাজেট পাঁচ গুণ বাড়ানো হয়েছে, প্রতি বছর ১.২৫ লক্ষ কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে'। তবে তিনটি কৃষি বিলের বিষয়ে কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, এই তিনটি আইন বাতিল করা হবে এবং সংসদের আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল আনা হবে।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড