নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বড়সড় ভাঙন কংগ্রেসের। ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের অভিযোগ উঠেছিল তৃনমূলের বিরুদ্ধে। আর এবার সেই তপন কান্দুর পরিবারের লোক যোগ দিল তৃণমূলে। এদিন নির্দল ও কংগ্রেস মিলিয়ে মোট ৫ জন তৃণমূলে যোগ দিলেন। ঘটনায় রীতিমতো ভেঙে পরেছেন তপন কান্দুর স্ত্রী।
কংগ্রেস ও তৃণমূলের দখলে ৫টি করে আসন। বাকি ২ কাউন্সিলর নির্দল। গত পুরভোটের পর নির্দলদের সমর্থন নিয়ে পুরবোর্ড গঠন করে তৃণমূল। চেয়ারম্যান হন তৃণমূলের সুরেশ আগরওয়াল। পরে কংগ্রেস কাউন্সিলারেরা নির্দলদের সমর্থনে সুরেশবাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সবশেষে কংগ্রেসের সমর্থন নিয়ে ঝালদা পুরসভার চেয়ারম্যান হন নির্দল কাউন্সিলার শিলা চট্টোপাধ্যায়।
এদিন দলবদল করলেন সেই শীলা চট্টোপাধ্যায়। সঙ্গে মিঠুন কান্দু-সহ ৪ কংগ্রেস কাউন্সিলরও। তাদের হাতে দলের পতাকা তুলে দেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাত এবং পুরুলিয়া জেলা পরিষেদর সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেস কাউন্সিলাদের মধ্যে মিঠুন কান্দুর তৃণমূলে যোগদানে কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে ঝালদার বাসিন্দারাও কার্যত হতবাক। প্রয়াত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুন হওয়ার পর ওই আসনেই কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মিঠুন কান্দু।
বুধবার সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে মিঠুন কান্দু বলেন, 'সাধারণ মানুষ উন্নয়ন চান। আরও উন্নয়ন করার লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।' একই কথা বলেছেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ও।
এই ঘটনা প্রসঙ্গে কৌস্তভ বলেন, 'তৃণমূলের সঙ্গে ঘর করা, বিষধর সাপের সঙ্গে ঘর করা একই। আমাদের দলের নেতৃত্ব এরপরও যদি বিষয়টি না-বোঝেন, তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য একটা অন্ধকার ভবিষ্যত্ অপেক্ষা করছে। আমি আজ অত্যন্ত বেদনাহত, মর্মাহত। আমি আজও চিত্কার করে বলব যে পশ্চিমবঙ্গের প্রতিটা কংগ্রেস কর্মী বলছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনওরকম সখ্যতা আমরা মানি না। আমাদের দলের যারা নেতৃত্ব, এই চিত্কার যদি তাদের কানে পৌঁছয়, অত্যন্ত ভালো। যদি না-পৌঁছয় দলের ভবিষ্যত্ আগামী দিনে পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ।'
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে