নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ফের ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হাওড়ার এক ব্যবসায়ী। ক্রেডিট কার্ড পরিষেবা চালু করার নামে ব্যাঙ্ক থেকে ফোন আসে ওই ব্যবসায়ীর কাছে। ডাউনলোড করতে বলা হয় একটি অ্যাপ। অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যায় ৮৫ হাজার টাকা। আতঙ্কে রয়েছেন পুরো পরিবার।
সূত্রের খবর , বেশকিছুদিন আগে হাওড়া দাসনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড নেন ওই ব্যবসায়ী। পরিষেবা চালু না হওয়ায় তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগযোগ করলে বলা হয় মেইল করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে ফোন যাওয়ার পর কার্ডের পরিষেবা চালু করা হবে।
গত ২৩ আগষ্ট কথামতো ফোন আসে ব্যবসায়ীর ফোনে। বলা হয় অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করতেই ঘটে বিপত্তি। দফায় দফায় গায়েব হয়ে যায় ৮৫ হাজার টাকা। ঘটনাটি নিয়ে আদালতে মামলা চলাকলীনও ক্রেডিট কার্ড চালু না হওয়া সত্ত্বেত্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে উপরন্তু প্রায় ২ লক্ষ টাকা ঋণের বিল আসে ওই ব্যবসায়ীর কাছে।
ওই ব্যবসায়ীর জানান,"ক্রেডিট কার্ড পরিষেবা চালু করার জন্য আমি ব্যাঙ্কে অনেকবার যায়। অতঃপর ব্যাঙ্ক থেকেই আমাকে বলা হয় ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্ক থেকে ফোন আসলে নির্দেশিকা অনুযায়ী প্রসেস পূরণ করলেই চালু হয়ে যাবে ক্রেডিট কার্ড। সেই অনুযায়ী আমি সবকিছু করি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে আমার দাবি, আমার সমস্যার কথা ব্যাঙ্কে বলেছিলাম, সেটা হ্যাকারদের পক্ষে জানা কী করে সম্ভব?"