নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে বন্ধ হয়েছে টোল ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও নদীয়ায় রীতিমতো চালু রয়েছে টোল ব্যবস্থা।বেআইনিভাবে তোলা হচ্ছে নবদ্বীপে টোল। পৌরসভার শিলমোহর দিয়েই চলছে এই টোলের তোলার কাজ। নবদ্বীপের প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকল জনগণকে প্রদান করতে হচ্ছে টোল । নবদ্বীপে ঢোকার রেলগেট থেকে শুরু করে মনিপুর , বাবলারি এমনকি হাসপাতালের সামনেও ,কোনো জায়গাতেই রেহাই পাওয়া যাচ্ছে না টোল থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে টোল তোলা বেশ কয়েকদিন আগেই বন্ধ করতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর পরবর্তীতে নদীয়ার কৃষ্ণনগর , রানাঘাট সহ বেশ কিছু জায়গায় টোল তোলা বন্ধ হলেও এখনও দেদার নবদ্বীপে চলছে টোল তোলার কাজ ।এ বিষয়ে বিরোধীদের সরব হতে দেখা গেছে বহুবার তবুও এখনও দেদার চলছে টোলের নামে তোলা আদায়।
পাশাপাশি নবদ্বীপ শহর মন্দির নগর হওয়ার ফলে প্রতিনিয়তই অনেক মানুষের আনাগোনা থাকে সারা বছর। এমনকি তাদের কাছ থেকেও পৌরসভার শিলমোহর সহ চলছে এই টোল আদায় কর্ম। যার ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দর্শনার্থীদের।
যদিও এবিষয়ে নদীয়া উত্তরের তৃণমুল সভাপতি কল্লোল খাঁ জানিয়েছেন,এই বিষয়ে তিনি জানেন না , তবে এই রকম টোল সরকারি ভাবে বন্ধ আছে। এই ঘটনার সঙ্গে কোন সংস্থা জড়িত রয়েছে কিনা তা তিনি আপার মহলে জানাবেন সমগ্র ঘটনার তদন্তের পর সঠিক তথ্য সামনে আসবে।
তবে এর তীব্র অভিযোগে জেলার সিপিএম কর্মকর্তা জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয়! তিনি যে দলের মুখ্যমন্ত্রী সেটি চোরের দল। এই দলের সমস্ত কর্মকর্তারা তার অধীনে চলাচল করে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে টোল ব্যবস্থা উঠিয়ে দিলেও ,তা শুধুমাত্র লোক দেখানোর জন্য করা হয়েছিল। বাস্তব জীবনে এইরকম নির্দেশিকা যদি জারি হতো ,তবে তার অনুগামীরা কখনোই টোল আদায় করতেন না। এরই পরিপ্রেক্ষিতে আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে পৌরসভায় ।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ