“আগে মারত CPM, এখন মারে BJP”, ঝাড়গ্রামের সভায় মন্তব্য তৃণমূল নেত্রীর

মার্চ ১৭, ২০২১ দুপুর ০৩:৩২ IST
6051c41f5db59_Screenshot 2021-03-17 142527

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম -  বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জনসভায় তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন “সিপিএম এর হার্মাদরাই আজ বিজেপি তে গিয়ে বিজেপির হয় অত্যাচার করছে। আমরা শান্তির বাংলা গড়তে চাই”। তিনি বলেন “বিজেপির পরিকল্পনা আছে বাইরে থেকে রেলে করে গুন্ডা এনে ভোটে দাঙ্গা বাধাবে” তিনি বাংলার মানুষ কে সকাল সকাল ভোট দেওয়ার অনুরোধ করেন।“

কোভিদের ভ্যাক্সিন প্রসঙ্গেও তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন “আমি ভোটের আগেই সবাইকে ভ্যাক্সিন দিতে চেয়ে চিঠি লিখেছিলাম। কেন্দ্র ভ্যাক্সিন পাঠায়নি। বিহারে ভোটের আগে বলেছিল ভোট মিটলেই বিহারের মানুষকে কোভিদের টিকা দেওয়া হবে। কিন্তু আজও বিহারের মানুষ কোভিদের টিকা পায়নি”।

তিনি আরও বলেন “সবচেয়ে বড় ভ্রষ্টাচারি দল বিজেপি। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লোকদের বিজেপির মিছিলে নিয়ে যায়, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি।“ তিনি বিজেপি সরকারকে “দুঃশাসনের সরকার” আখ্যা দিয়ে বলেন “বিজেপি নোটবন্দির নামে গোটা দেশকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। ভারতবর্ষে বেকারত্ব ৪০% বেড়ে গেছে “।

সভার শেষে নেত্রী ঝারগ্রামের পরবর্তী সভার উদ্দেশে রওনা হন।

ভিডিয়ো

Kitchen accessories online