নিজস্ব প্রতিনিধি , জেদ্দা - ফের বিতর্কের সম্মুখীন অক্ষয় । দর্শকদের প্রশ্নের কড়া জবাব অক্ষয়ের । সম্প্রতি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেল বটম সিনেমাটি প্রসঙ্গে মুখ খুলতে বাধ্য হলেন বলিউডের খিলাড়ি কুমার । বিষয়টিকে নিয়ে নেটিজেনদের সমালোচনা তুঙ্গে।
গত বছর খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমারের ছবি বেল বটম মুক্তি পেয়েছিলো । সিনেমাটি মুক্তির পরক্ষণেই বিতর্কে জর্জরিত হয়ে পরেছে।
রঞ্জিত তিওয়ারি পরিচালিত ছবিটিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক প্রসঙ্গত উত্থাপনের কারণে নানান বাদানুবাদের সম্মুখীন এই ছবিটি । শুধু তাইই নয় সিনেমাটিতে দেখানো বিষয়বস্তুর প্রভাব ছবিটির নির্মাতা গোষ্ঠীর পাশাপাশি সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয়কারী অক্ষয়ের ওপরও এসে পরেছে।
কয়েকদিন পূর্বে অক্ষয় সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন।
অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার সময়ে অভিনেতাকে দর্শকদের কিছু তির্যক প্রশ্নের সম্মুখীন হতে হয় । যা শুনে অবশ্য তিনিও চুপ থাকেননি । মঞ্চে ভাষ্য দেওয়াকালীন অভিনেতাকে উপস্থিত এই দর্শক তথা এক পাকিস্তানের নাগরিক তাঁর ছবি বেল বটম নিয়েই প্রশ্ন করে ওঠেন।
সেই ব্যক্তিকে অক্ষয়কে জিজ্ঞাসা করেন , ‘আমি পাকিস্তান থেকে, আপনাদের প্রতিবেশি দেশ। আমার একটা অনুরোধ আছে। আপনি প্যাডমান, টয়লেট এক প্রেম কথার মতো দুর্দান্ত সিনেমা বানিয়েছেন।"
তিনি আরও বলেন , হ্যাঁ পাকিস্তান আর ভারতের মধ্যে একাধিক ইস্যু রয়েছে। আপনার শেষ ছবি বেল বটমে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক জিনিস দেখানো হয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চান?’
উপস্থিত সেই ব্যক্তিটির প্রশ্নের বেশ কড়া জবাব দিয়ে অক্ষয় বলেন , ‘স্যার এটা শুধুমাত্র একটা সিনেমা। এটা নিয়ে এত সিরিয়াস হবেন না। এরকম আরও অনেক বিষয় আছে। এটা শুধুমাত্র একটা সিনেমা স্যার।’ অভিনেতার এহেন উত্তরে গণমাধ্যম জুড়ে সমালোচনার ঝড়।
জ্যাকি ভাগনানি প্রযোজিত বেল বটম সিনেমাটি ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি , যেখানে অক্ষয়কে এক সিক্রেট এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে । খলিস্তানি জঙ্গিদের ভারতীয় বিমান হাইজ্যাক করার গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে।
ছবিটিতে অক্ষয়ের পাশাপাশি বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশিকেও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
জনপ্রিয় এই সিনেমাটি ভারতে চূড়ান্ত প্রশংসিত হলেও বহির্বিশ্বে সিনেমাটির চরমতম সমালোচনা হওয়ার কারণে কুয়েত, কাতার ও সৌদি আরব সহ বহু ইসলাম প্রধান দেশে অক্ষয় অভিনীত এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । সেই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
প্রসঙ্গত , এবারের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের খিলাড়ি কুমার ছাড়াও শাহরুখ খান থেকে শুরু করে কাজল, সোনম কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, প্রিয়াঙ্কা চোপড়ার বিশিষ্ট তারকা মণ্ডলীরাও তাদের উজ্জ্বল উপস্থিতি রেখেছিলেন।
এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধনী পর্বে বলিউডের আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা খ্যাত রাজ অর্থাৎ শাহরুখ খানকে তার দীর্ঘতম সফল কেরিয়ারের জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিলো ।
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একমাত্র যৌনতা আর শাহরুখ খান বিক্রি হয় , ২০ বছর পরেও ভাইরাল নেহার পোস্ট
সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে , দাবি তৃণার
আরও যাও সিনেমা হিট করাতে , কটাক্ষ বয়কট গ্যাংয়ের
অভিনেত্রী ঋতাভরীর দেখানো পথে ক্রমেই বিপ্লব আসছে সমাজে
দীর্ঘ তিন বছর ধরে ক্যানসার ও ব্রেন টিউমারে ভুগছিলেন জয়া
ব্যতিক্রমী ভালোবাসা , পুরুষ বা মহিলা নয় , ম্যানগ্রোভ উদ্ভিদের প্রেমে পরেছেন সিনেট
আমি আগে এত কাজ করিনি, যতটা রাজনীতিতে আসার পর করেছি , হাঁপানো গলায় দাবি অভিনেত্রীর
৩ বছর পর খুললো বন্ধ থাকা হল , লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার হাত ধরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন
সামনের দিকে এগিয়ে যাওয়াই যে জীবন , বার্তা বাদশার
মুক্তির ২ দিনের মধ্যেই ২২০ কোটি ছাড়িয়ে গেল পাঠানের ইনকাম
দিদার সাদা শাড়িতেই নেট দুনিয়ায় আগুন লাগলেন মোনামি
আরআরআর নিয়ে বিতর্কের সূত্রপাত হলেও ক্রমেই বড়ো আকার নিয়ে দ্বন্দ্ব
পাকিস্তান সহ পাক গুপ্তচর সংস্থাকে ভালো চোখে দেখানো হয়েছে , দাবি কঙ্গনার