নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেলেঘাটায় নাট্য উত্সবে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিনেতা অমিত সাহাকে গালিগালাজ ও হেনস্থারও অভিযোগ উঠেছে। যদিও পুরোটাই অস্বীকার করেছেন শাসকদলের কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেলেঘাটার রাসমেলা ময়দানেই শনিবার থেকে দু-দিনের নাট্য উত্সব হওয়ার কথা ছিল।আয়োজক পূর্ব কলকাতা বিদূষক নাট্যমন্ডলী। যার সভাপতি পদে রয়েছেন 'বিরোহী', 'উলটপুরাণে'র মতো ওয়েব সিরিজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'বাকিটা ব্যক্তিগত'য় অভিনয় করা অমিত সাহা।
কিন্তু দুদিনের এই নাট্য উত্সবের সিংহভাগ প্রস্তুতি হয়ে যাওয়ার পরও, তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে , কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস ও তার বাবা এলাকার তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে।এদিকে নাট্য উত্সব বন্ধের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে যান, অমিত ও তার সহকর্মীরা। অভিযোগ, সেখানে গিয়ে হেনস্থার মুখে পরতে হয় তাদের।
বিদূষক নাট্যমন্ডলীর সভাপতি ও অভিনেতা অমিত সাহা জানিয়েছেন, 'গাড়ি থেকে নামতে জিজ্ঞাসাবা করে, বাড়ি কোথায়। বলি কাদাপাড়া। বলে সেখানে গিয়ে উত্সব করো। ধাক্কা দিতে থাকে, ফ্লেক্স ছিড়ে দেয়'।
যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অলোকানন্দা দাস জানিয়েছেন, 'ঘটনার কথা জানি না। অলোক দাস এরকম ঘটনা ঘটাতে পারে না। ৯৯ শতাংশ নিশ্চিত, এরকম কিছু করেনি।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত