নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পঞ্চায়েত ভোট মিটে গেলেও দলবদলের ধারা অব্যাহত। ফের আরও একবার নির্দল জয়ী প্রার্থী যোগদান করলো তৃণমূলে। সংখ্যাগরিষ্ঠতা পেল তৃনমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতে নির্দল হয়ে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার তৃণমূলের জেলা কার্যালয়ে বেলগুমায় জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সুভাষ রজক।
স্থানীয় সূত্রে জানা গেছে , চাকলতোড় গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা পনেরো এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হয় সাত, বিজেপি জয়ী সদস্য সাত, নির্দল প্রার্থী জয়ী হোন একজন তাই নির্ণায়ক ভূমিকায় ছিলেন নির্দল প্রার্থী। নির্দলপ্রার্থী সুভাষ রজক তার প্রতিদ্বন্দ্বী তৃনমূল কংগ্রেসের প্রার্থীকে ১২৭ ভোটে পরাজিত করেন।
ফলে ত্রিশঙ্কু হয় চাকোলতোর গ্রাম পঞ্চায়েত। এই নির্দল প্রার্থী আজ তৃণমূলের যোগদান করায় এই পঞ্চায়েতটি দখল করলো তৃণমূল কংগ্রেস ।এদিন দলবদলেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
যদিও নির্দল প্রার্থীর বক্তব্য, ' তিনি ২০১৩ সাল থেকে তৃর্ণমুল কংগ্রেস করেন। এবার তিনি টিকিট না পেয়ে নির্দল হয়ে দাড়ান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এবং তার উন্নয়নের সামিল হতেই তিনি তৃণমূলে আবার যোগদান করলেন।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের