নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – গত মাসে শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কে জন্ম হয় দুই ব্যাঘ্র শাবকের। দুই শাবকের জন্ম দেয় সাদা বাঘ কিকা। জন্মের পর পরই গত ১৩ জুলাই মারা যায় এক শাবক। এবার ওপর আর একটি ব্যাঘ্র শাবকের মৃত্যু হয়। এই মৃত্যুতে সাফারি পার্ক কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কিনা, খতিয়ে দেখছে বন দফতর।
সূত্রের খবর , ২০১৮ সালের ১১ মে বেঙ্গল সাফারি পার্কে শীলা ও স্নেহাশিস দম্পতি তিনটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামকরণ করে ইকা, রিকা, কিকা ৷ পরে ইকার মৃত্যু হয় ৷ বাকি দুটি শাবক রিকা ও কিকার মধ্যে সাদা বাঘ কিকা সেই একমাত্র সাদাবাঘ কিকা গত ১২ জুলাই দুটি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু পরের দিনই মৃত্যু হয় একটি শাবকের ৷ এরপর গত বুধবার অর্থাৎ ১৬ অগস্ট দ্বিতীয় শাবকটিরও মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে৷ দুটি শাবকের মৃত্যুতে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
তবে প্রাথমিক অনুমান অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর দু-তিন আগে থেকে শাবকটি কিকার দুধ পান করা বন্ধ করে দিয়েছিল সাফারি পার্কে দার্জিলিং ও আলিপুরদুয়ার থেকে পশু চিকিৎসক আনা হয়েছিল৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না শাবকটি ৷ এরপর বুধবার শাবকটির মৃত্যু হয়৷ অপরদিকে দুটি শাবক হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে কিকাও ৷ তারও চিকিৎসা শুরু হয়েছে বলে পার্ক সূত্রে খবর ৷
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে৷ কেন এরকম হল, তা খতিয়ে দেখা হবে৷” এদিকে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত শাবকের ময়নাতদন্তও করা হবে বলে খবর।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর