নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - বর্তমান সময়ে মোটামুটি সবকিছুই ডিজিটালের মাধ্যমে কেনার চেষ্টা করে মানুষ। এমনকি জিনিস পত্র কেনাকাটার ক্ষেত্রে ডিজিটালের ওপর মানুষের প্রবল ঝোঁক দেখা যাচ্ছে। যার ফলে ক্ষতির মুখে পরছে রিটেল ব্যবসায়ীরা। তাই এবার মোবাইল প্রস্তুতকারক বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলে অনশনে বসেছে ব্যবসায়ীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ দিনের পর দিন বিভিন্ন অফার দেখিয়ে মানুষকে অনলাইনে মোবাইল কিনতে বাধ্য করছে। তাই রুজি-রুটির টান পরছে রিটেল ব্যবসায়ীদের একাংশের। অনৈতিকভাবে এই বেসরকারি সংস্থাগুলি রিটেলার মালিকদের ব্যবসা নষ্ট করছে বলে অভিযোগ। তাই সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সংস্থার সামনে বসে অনশন করবেন ব্যবসায়ীরা।
এই আন্দোলন চলছে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। এমনকি আন্দোলনে যোগ দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ব্যবসায়ীরা। পাশাপাশি অনশনকারীদের দাবি যেই অফার যেই সময় অনলাইনে দিচ্ছে ঠিক একই অফার একই সময়ে রিটেলারদের কাছে দিতে হবে। সেটা যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ব্যবসায়ীরা।
এপ্রসঙ্গে বিক্ষোভকারী জানিয়েছেন, 'এই সংস্থা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনলাইনের প্রতি ঝোঁক বেড়ে যাওয়ার ফলে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা প্রবল সংকটে পরবো। তাই যতক্ষণ সংস্থার অফিস খোলা থাকবে আমরা এভাবে অনশন বিক্ষোভ চালিয়ে যাব। আমরা চাইছি যেই ফোনের জন্য যেই অফার যেই সময় দেওয়া হচ্ছে ঠিক একই অফার রিটেলার দোকানেও দিতে হবে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। আমাদের সমস্ত দাবি না মানলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা ভাববো'।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
গবাদি পশুর খাদ্য খরচ সহ আনুষাঙ্গিক খরচের পরিমান বাড়ায় এই মূল্যবৃদ্ধি
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
কোন জঙ্গি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর