নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস হত্যাকান্ড দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গবাসীদের পুরোনো সেই হত্যালীলার স্মৃতি মনে করিয়ে দিল। আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার দলগাঁও চা বাগানে ২০০৩ সালের ৬ নভেম্বর চা শ্রমিকদের রোষের জেরে সিটু নেতা তারকেশ্বর লোহার বাড়ির মধ্যে ১৯ জনকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে।
বগটুই গ্রামের নৃশংস ঘটনায় ফের বুক কেঁপে উঠল আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার দলগাঁও বাসিন্দাদের। ঠিক ১৯ বছর আগে দলগাঁও চা বাগানের এক ভয়ানক ঘটনা তৎকালীন বাংলাকে তোলপাড় করে দিয়েছিল। এমনকি সেই ঘটনা দেশের নানা প্রান্তে আলোড়ন ছড়িয়ে ছিল।
তৎকালীন সূত্রে জানা গেছে , তখন কার সরকার ছিল বামেরা। বামেদের রাজত্ব তাই স্বাভাবিক ভাবে চা বাগানের শ্রমিক নিয়োগ থেকে চা বাগানের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নাক গলাতো সে সময়ের ওই এলাকার দোর্দান্দপ্রতাপ সিটু নেতা তারকেশ্বর লোহার। সেই সময় তিনজন কেরানী নিয়োগকে ঘিরে গোলমালের সূচনা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, মালিক পক্ষের উপর রীতিমতো চাপ সৃষ্টি করে নিজের পছন্দের তিনজন বহিরাগতকে তারকেশ্বর নিয়োগপত্র দিতে বাধ্য করেছিলেন। আর বাগান শ্রমিকদের দাবি, বহিরাগত নয়, বাগানের শিক্ষিত বেকার যুবকদেরকেই ওই পদ গুলিতে কাজ দিতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে দলগাঁওয়ের চা শ্রমিক বস্তিতে। যা তীব্র আকার নেয় ২০০৩ সালের ৬ নভেম্বর সকালে। সেই সময় পরিস্থিতি মোকাবিলার জন্য বাগানের ধোবি লাইনের একটি বাড়িতে তাঁর কুড়ি জন অনুগামীদের নিয়ে বৈঠক করছিলেন তারকেশ্বর লোহার। তারপরেই আচমকাই এলাকার হাজার হাজার চা শ্রমিকের রোষ সেই বাড়িতে গিয়ে পরে। সেখানে শুরু হয় বোমাবাজি।
স্থানীয়দের অভিযোগ, আত্মরক্ষার স্বার্থে তারকেশ্বর লোহার গুলি চালিয়েছিল। মুহুর্তের মধ্যে টাঙ্গি, বল্লম ও তরোয়াল নিয়ে খুন করা হয় তারকেশ্বর লোহারের ১৯ জন অনুগামীদের। কিন্তু সেই ঝামেলা চলাকালীন বেঁচে যান স্বয়ং তারকেশ্বর ও তাঁর এক অনুগামী রবি কুজুর।
১৯ জনকে খুন করে দেওয়ার পর প্রমাণ লোপাটের জন্যে তারকেশ্বরের ওই বাড়িতেই মৃতদেহ গুলি ঢুকিয়ে দিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিলেন চা শ্রমিকরা।ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী যখন পৌঁছোয়, ততক্ষণে পুড়ে সব ছাই।
এরপর ঘটনায় মোট ১২১ জনের নামে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে গ্রেফতার করা হয় তারকেশ্বর লোহার ও রবি কুজুরকেও।ইতিমধ্যেই ২১ অভিযুক্তের মৃত্যু হয়েছে।কেটে গিয়েছে টানা ১৯টা বছর।আজও মৃতদের পরিবার গুলি কোনও ইনসাফ পায়নি এবং আর্থিক ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ।
তারকেশ্বর লোহার মারা গেলেও এখনও বেঁচে আছেন নরসংদী পালিয়ে বাঁচা রবি কুজুর। বগটুই হত্যাকান্ড সামনে আসতেই ফের একবার তার সেদিনের বিভৎস্যতার স্মৃতি সমানে তাড়া করে ফিরছে। না পারছেন খেতে না পারছেন ঘুমাতে।বার বার বলছেন এমন ঘটনা যেন আর না ঘটে।
আগামী ১৩ ই জুলাই এই মামলার শুনানি
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
একটি ছোটখাট দুর্ঘটনা ঘটেছে , চিন্তা নেই আমি সঠিক পর্যবেক্ষণে আছি , অনুরাগীদের বার্তা শ্রীলেখার
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
দিয়াকে কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা