নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বগটুই কান্ডের নয়া মোড়।মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড চার সিবিআই আধিকারিক। তাদের মধ্যে ২জন তদন্তকারী আধিকারিক এবং বাকি দু'জন কনস্টেবল। প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বগটুই কান্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছিল সিবিআইয়ের বিরুদ্ধে। কেননা রামপুরহাট সিবিআইয়ের হেফাজতে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়। লালনের পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে মেরে দিয়ে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল শৌচালয়ে।সবটাই নাকি করা হয়েছিল সিবিআইয়ের নির্দেশেই।
আর তারপরেই লালন শেখের স্ত্রী দুই সিবিআই আধিকারিক সহ দুই সিবিআই কনস্টেবলের নামে এফ আই আর করে।এবার তাদের চারজনকেই এদিন সাসপেন্ড করা হল।
যে ২ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন রাহুল প্রিয়দর্শী ও বিলাস মাধঘটু। এর বাইরে লালন শেখের মৃত্যুর দিন যে দুজন কনস্টেবল লালন শেখের পাহারাদার হিসেবে ছিল সেই দুজন কনস্টেবল কেউ এদিন সাসপেন্ড করা হয়েছে।এদের বকটুই কান্ডের তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।