নিজস্ব প্রতিনিধি , বীরভূম – ফের মাটির নীচ থেকে উদ্ধার বোমা। এই বোমা উদ্ধার হয়েছে বীরভূমের বগটুই গ্রামে। বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ির পাশে থেকে বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপরেই ওই এলাকা ঘিরে রাখে পুলিশ।
সূত্রের খবর , রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ায় লালন শেখের বাড়ি।মঙ্গলবার সকালে লালন শেখের বাড়ির বাগানে মাটির নীচ থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বাড়ির সামনেই বাগান থেকে উদ্ধার হয় বোমা। বাগানের মাটিতে গর্ত করে একটি প্লাস্টিকের পাত্রে রাখা হয় সেগুলি। বম্ব স্কোয়াড এসে ওই বোমা গুলি নিষ্ক্রিয় করে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়েই লালনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময় উদ্ধার হয় বোমাগুলো। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ওই এলাকায় স্থানীয়দের যাতায়াত নিষিদ্ধ করেছে রামপুরহাট থানার পুলিশ।
প্রসঙ্গত , ২০২২ সালের ২১ মার্চ বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ খুন হয়। এই খুনের প্রতিশোধ নিতে সেদিন রাতেই বগটুই গ্রামে গণহত্যা চলে। গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়। ১০ জনের মৃত্যু হয় সেদিনের ঘটনায়। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে ছিলেন লালন। পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে তাঁকে সিবিআই গ্রেফতার করে।সেই সিবিআই হেফাজতে থাকাকালীনই গত বছর ১২ ডিসেম্বর তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর