নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি- জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে মঙ্গলবার নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন ফর্ম জমা দিলেন ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ভবেশ চন্দ্র রায়। যেহেতু তিনি নির্দল প্রার্থী তাই এদিন দশ জন সমর্থক এবং দশ প্রস্তাবককে সঙ্গে নিয়ে তিনি নমিনেশন জমা দিতে আসেন।
নির্দল প্রার্থী ভবেশ চন্দ্র রায় জানিয়েছেন,“ ধুপগুড়ির মানুষ আমাকে যেভাবে সমর্থন করেছে তাতে আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশা নিয়েই নেমেছি লড়াইয়ে। তারপর দেখা যাবে লড়াইতে কি হয়”।