কেরালার মুন্নারের চা বাগান ছাড়া আর একটি বিষয় সব থেকে বেশী আকর্ষনীয় তা হলো Eraviculam National Park বা রাজামালাই অরণ্য। এটি পশ্চিমঘাট পর্বতমালায় কেরালার Idukki জেলায় অবস্থিত কেরালার প্রথম National Park। আজ এই পার্ক ওয়াল্ড হেরিটেজ সাইট হিসাবে নির্বাচনের জন্য ইউনেস্কো ওয়াল্ড হেরিটেজ কমিটির দ্বারা বিবেচনাধীনে রয়েছে। মুন্নার থেকে এই অরণ্যের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
এখানে যে সমস্ত বন্যপ্রাণী আছে তাদের মধ্যে সব থেকে বেশী উল্লেখযোগ্য নীলগিরি থর যাকে স্থানীয় ভাষাতে ভাড়াই আড়ুর বলা হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম হলো Nilgiritragus hylocrius। এই প্রানীটি মোটাসোটা গায়ে লোমোশ যুক্ত ছাগলের মতো দেখতে হয়। এদের পুরুষরা স্ত্রীর থেকে আকারে বড় হয়ে থাকে। উভয়ের মাথার শিং বাঁকানো হয়ে থাকে। পুরুষ নীলগিরি থরের শিঙের দৈর্ঘ্য প্রায় ৪০ সেমি এবং স্ত্রীদের শিঙের দৈর্ঘ্য প্রায় ৩০ সেমি হয়ে থাকে। একটি পূর্ন বয়স্ক নীলগিরি থরের ওজন প্রায় ১০০ কেজি হয়ে থাকে। একটি পূর্ন বয়স্ক নীলগিরি থরের পিঠের দিকের রঙ হালকা ধূসর হয়ে থাকে। এরা সাধারনত পাহারের উপরে ঘাসের চারণভূমিতে চড়ে বেড়ায়। উনিশ শতকে চোরা শিকারীদের কবলে পড়ে তাদের সংখ্যা অনেক কমে গিয়েছিলো। আজ এদের সংরক্ষনের উপর জোর দেওয়া হয়েছে যাতে এই প্রানীটি পৃথিবী থেকে লুপ্ত না হয়ে যায়।
এই মন্দির প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করছে
ব্যস্তবাগীশ জীবনে একদিন ছুটি নিয়ে ঘুরে আসুন
একটি পুরাতাত্ত্বিক স্থাপত্য যা প্রায় ৩৭৯ বছর আগে নির্মিত
ব্রিটিশ আমলে নির্মিত ভারতের বৃহত্তর চার্চ
এই হোটেল থেকে লেডি গারনেট ওমর মহিলার গলা আজও পাওয়া যায়
বুদ্ধ পূর্ণিমার দিন মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে বিমান পরিষেবা চালু হবে
কায়রোর মিউজিয়ামে এসে কুমিরের মমি দেখে মনে হয়েছে হয়তো মিশরের একমাত্র দেবতাই হয়তো কুমির
এটি গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত
তাড়াতাড়ি ঘুরে আসুন
দলমা পাহাড়ের নীচের অরণ্য যেন সৌন্দর্যের আঁতুড়ঘর
শিবচতুর্দশী তিথিতে ব্রত উৎসব চলাকালীন হাজার হাজার দর্শনার্থীদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়
এই শক্তিপীঠের অপর নাম নর্মদা মন্দির ও এখানে পতিত হয়েছিল দেবীর বাম নিতম্ব
মন মাতানো কীর্তন শুনেই কেটে যাবে গোটা বেলা
মেলার থিম এবার কান্ট্রি স্পেন এবং চলবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত