নীল পুজোয় ভক্তদের পাশে ভারত সেবাশ্রম

এপ্রিল ১৪, ২০২১ রাত ১২:৫৪ IST
6075beded278e_WhatsApp Image 2021-04-13 at 19.48.58 6075beea26a1e_WhatsApp Image 2021-04-13 at 19.48.57

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া- ১৩ ই এপ্রিল নীল পুজো উপলক্ষে পুরুলিয়া জেলার মফস্বল থানার অন্তর্গত চিড়কা গৌরিনাথ ধামে ভক্তদের সমাগম হয়েছিল চোখে পড়ার মতন। অতিমারি পরিস্থিতিতে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এদিন মাস্ক, স্যানিটাইজার এবং জল সরবরাহ করল ভারত সেবাশ্রম সংঘ পুরুলিয়া শাখার স্বামীজীরা।

এদিন পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল চিড়কার শিব মন্দিরে। এই সমাগমের মাঝে ভারত সেবাশ্রম সংঘ পুরুলিয়া শাখার পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার, জল সহ মেডিকেলের বিভিন্ন সরঞ্জাম ভক্তদের হাতে তুলে দিলেন স্বামী অনাম আনন্দ ও নিত্যানন্দ মহারাজ। ভারত সেবাশ্রমের এই উদ্যোগকে পুরুলিয়ার সর্বস্তরের মানুষ প্রশংসা করেছেন।

ভিডিয়ো

Kitchen accessories online