নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - চলতি মাসের ২২ তারিখ হতে চলেছে পৌরসভা ভোট। তার আগেই বড়োসড়ো ভাঙন সিপিএমে। আজ জগদ্দলের মজদুর ভবনে বিজেপিতে যোগদান করলেন বীজপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক জগদীশ দাসের পুত্রবধূ সোমা দাস। সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে সোমা দাসের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি।
এই প্রসঙ্গে সোমা দাস বলেন, 'মোদিজীর চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে আমি বিজেপিতে যোগদান করেছি। গেরুয়া শিবিরে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি কখনোই রাজনীতি করতাম না। পরিবারের সকলে বামপন্থার সঙ্গে যুক্ত। তাই আমিও যুক্ত ছিলাম। তবে বর্তমানে বিজেপির হয়ে লড়বো। আগামী দিনে বীজপুরে বিজেপি জিততে চলেছে'।
অর্জুন সিং বলেন, 'নানা দিকে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। যারা এই সকল সমস্যা দূর করে প্রথম সারি থেকে লড়াই করতে পারবে, তাদেরকেই আমরা দলে নিয়েছি। আমি আগে তৃণমূলে ছিলাম। কিন্তু পরবর্তীতে বিজেপিতে যোগদান করি। আজীবন বিজেপির হয়ে লড়ব। যারা বিজেপিতে যোগদান করতে চান, ভোটের আগে আসুন। ভোটের সময় শুধুমাত্র টিকিটের জন্য যোগদান করলে হবে না'।
তিনি আরও বলেন, 'বহু লোক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকেও তৃণমূল করে। আমি অমন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাই না। তাই আমি নিজেও গ্রুপ থেকে বেরিয়ে যাই। ভারতীয় জনতা পার্টিকে নিয়ে বাজে কথা বলতে হলে, দল থেকে বেরিয়ে বলুন। তবে বিজেপির যা চিন্তা ভাবনা সেটি সঠিক ভাবে বুঝলে, কোনো মানুষ গেরুয়া শিবিরকে ছাড়তে পারবে না'।
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে