নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঝগড়া বিবাদ ভুলে ফের এক হল টলিপাড়ার প্রিয় জুটি অর্ণব ব্যানার্জি ও ইপ্সিতা মুখার্জি। দীর্ঘদিন ধরেই টেলিপাড়ার পরিচিত জুটি অর্ণব-ইপ্সিতা। ‘আলো ছায়া’ ধারাবাহিকে অভিনয়ের সময় অনস্ক্রিন বউদির প্রেমে পরেছিলেন অর্ণব। বছর কয়েক যেতে না যেতেই আইনি বিয়েটাও সেরে ফেলেন দুজনে। ২০২২ সালের জানুয়ারি মাসে হঠাৎ করেই আইনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন মিষ্টি জুটি অর্ণব-ইপ্সিতা।
তবে পরে জানান, ২০২২-সালের ডিসেম্বরের শুরুতেই সামাজিক ভাবে সাত পাক ঘুরবেন দুজনে। কিন্তু আচমকাই ছন্দপতন, মনোমালিন্যের জেরে সাময়িকভাবে আলাদা হন স্বামী-স্ত্রী। সেইসময় অর্ণবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছিল, শোনা যাচ্ছিল বিবাহ বিচ্ছেদ হতে চলেছে দুজনের। কিন্তু না, অল্প সময়ের মধ্যেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দুজনে। বিচ্ছেদ নিয়ে বরাবরই দুজনে মুখে কুলুপ এঁটেছিলেন। চলতি বছর মার্চ থেকে ফের একসঙ্গে দুজনে।
অর্ণব-ইপ্সিতার সম্পর্ক জোড়া লাগায় দারুণ খুশি ভক্তরা। এই বছর জামাইষষ্ঠীর দিনও অর্ণবকে পাত পেরে খাওয়ালো ইপ্সিতার পরিবার। ফল, মিষ্টি থেকে পঞ্চ-ব্যাঞ্জন সবই ছিল জামাইয়ের জন্য।এদিকে গত মাসেই পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবরও দিয়েছিলেন জুটি। অর্ণব-ইপ্সিতা এখন ‘পেট পেরেন্ট’। পার্শিয়ান বিড়াল চমচমকে নিয়ে এখন সারাক্ষণ ব্যস্ত দুজনে। তবে সামাজিক বিয়েটা কবে করছেন জুটি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এই নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের আইনি বিয়ে তো সারা হয়েই গিয়েছে। এখনও কিছু জানি না (সামাজিক বিয়ের তারিখ)। পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তার পর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন কখনও বাড়তি চাপ না হয়ে যায়’।
ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর
রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস
বিরাট কোহলিকেও সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন শুভনীত সিং
আদালতে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া
মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা
দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মিরা
মুক্তির ১১ দিনের মাথাতেই ফের রেকর্ড গড়ল শাহরুখের জওয়ান
ছেলে রাজ্যর জন্মের পর থেকে তাদের ব্যক্তিগত সমস্যা বারবার প্রকাশ্যে এসেছে
২০১৮ সালে জারিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ
সেপ্টেম্বরেই যে চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসবে সে কথা অনেক আগেই জানা গিয়েছিল
বাংলাদেশের ছবি ছায়াবাজের শুটিং করতেই ওপার বাংলায় গিয়েছিলেন সায়ন্তিকা
তিনি যে আজও বলিউডের রাজা সেকথাই আরেকবার প্রমাণ করলেন শাহরুখ খান
এবার দুর্নীতির কবলে বলিউডের হিরো নম্বর ১
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খেতাব জিতেছে সোনার খাঁচা