নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন মহিলা। প্রেমিকার খুনে অভিযুক্ত যুবককে কাশ্মীর থেকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হয়। রবিবার অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করে পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুড়িরহাটের গতিকচুয়া গ্রামের বাসিন্দা দুলু বর্মন(৩৫) তার প্রেমিকা বুড়িরহাট এলাকার বাসিন্দা রেনুবালা বর্মনকে খুন করে। এই অভিযোগে দিনহাটা থানার পুলিশ কাশ্মীর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে, শনিবার দিনহাটা আদালতে তোলে। গত ৪ই মার্চ দিনহাটার ব্রহ্মাণীর চৌকি এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ।
মহিলার কাছ থেকে কোনও পরিচয়পত্র না পাওয়ায় মৃতদেহ সংরক্ষণে রেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মহিলার কোনও নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পুলিশের হাতে না আসায় পুলিশকে বেশ সমস্যায় পরতে হয়। পুলিশের তরফ থেকে কোচবিহার জেলার বিভিন্ন থানার পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়। কিন্তু কোন উত্তর আসেনি।কিছুদিন পর দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাটের এক যুবক সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার ছবি দেখে তাকে চিনতে পারে।
সেই সূত্র ধরে দিনহাটা থানার পুলিশ জানতে পারে বিবাহিত ওই মহিলার নাম রেনু বালা বর্মন। বুড়িরহাট এলাকায় তার স্বামী, ছেলে রয়েছে। পুলিশ তাদের দ্বারা ওই মৃতদেহ শনাক্তকরণ করে। সেই সূত্র ধরে পুলিশ ওই মহিলার বিবাহ বহির্ভূত এক প্রেমের কাহিনীর রহস্য উদঘাটন করে। কাশ্মীরে গিয়ে অভিযুক্তকে ধরে সেখানকার আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে দিনহাটায় নিয়ে আসে। শনিবার তাকে দিনহাটা আদালতে তোলা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, "দুলু বর্মনের সঙ্গে রেনুবালা বর্মনের বিবাহ বহির্ভূত একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যেতে না যেতেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। গত ৩ মার্চ রাতে দুলু বর্মন রেনুবালা বর্মনকে প্রথমে তার মুখে আঘাত করে পরে তাকে গলা টিপে খুন করে। আমরা জানতে পারি অভিযুক্ত পালিয়ে কাশ্মীরে গিয়ে রয়েছে। দিন কয়েক আগে আমাদের দিনহাটা থানার পাঁচজনের একটি দল কাশ্মীরে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে"।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
এই নিয়ে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯