বিবস্ত্র করে তরুণীকে নিয়ে উল্লাস , ট্যাটু দেখে হামাস বাহিনীর কাছে দেহ ফিরিয়ে দেওয়ার আর্জি মায়ের

অক্টোবর ০৮, ২০২৩ বিকাল ০৭:৩৯ IST

নিজস্ব প্রতিনিধি , জেরুজালেম - ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে চিন্তিত সর্ব মহল। শনিবারে ভোরের দিকে হঠাৎ ইজরায়েলে ঢুকে পড়ে হামলা করে হামাস বাহিনী। ২০ মিনিটের ব্যবধানে ৫,০০০টি রকেট ছোড়া হয় ইজরায়েলের মাটিতে। তারপর এই পরিস্থিতির ভয়াবহতা বেড়েছে। এরই মাঝে এক নির্মম ভিডিও ভাইরাল হয়েছে। বিবস্ত্র করে তরুণীর মৃতদেহ নিয়ে প্যারেড করছে হামাস বাহিনী। এবার করজোড়ে নিজের মেয়ের দেহ ফেরত চাইলেন মা।

ভাইরাল ভিডিওতে দেখা যায় মৃতদেহের পায়ে হাঁটুর নীচে একটি ট্যাটু রয়েছে। জানা যায়, মৃত তরুণীর নাম শনি লাউক। তিনি জার্মানের। মৃতদেহের পায়ের ট্যাটু দেখে শনির মা তাঁকে শনাক্ত করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের ছবি দেখিয়ে করজোড়ে আবেদন করেন যাতে তাঁর সন্তানের দেহটা অন্তত ফিরিয়ে দেওয়া হয়।

এরআগে ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক মৃত তরুণীকে উলঙ্গ করে পিকআপ ট্রাকে করে ঘুরছে হামাসের জঙ্গিরা। দেখা যায়, হাতে বন্দুক হামাস জঙ্গিরা ধর্মীয় স্লোগান তুলছে। এখানেই শেষ নয়।এমনকি মৃত দেহে থুতু ফেলতে দেখা যায় হামাসদের।

ভিডিয়ো

Kitchen accessories online