নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষিকার প্রাপ্য টাকা আটকে ছিল তিন বছর ধরে। সরকারি দীর্ঘসূত্রিতায়, হাজার বার আবেদন করেও হচ্ছিল না কাজ। সেই কাজই হল বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পেয়ে। কলকাতার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ, 'শ্মশান বাদ দিয়ে আর যেখানেই থাকুক সংশ্লিষ্ট ওই সরকারি কর্মচারী, তাকে আদালতে হাজির করুন আজ দুপুর দু'টোর মধ্যে।'
কলকাতার মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আশা শ্রীবাস্তবের অবসর হয় ২০২০ সালের ১ অক্টোবর। তারও এক বছর আগে, ২০১৯ সালে প্রাপ্য এরিয়ার পাওয়ার জন্য আবেদন করেন তিনি। টাকার অঙ্কে প্রায় দেড় লক্ষ। আবেদন করার একবছর পরে অবসর নেন তিনি, তার পরে কেটে যায় আরও দু'বছর। তার দাবি, দফতরে দফতরে ঘুরে তিনি ক্লান্ত হয়ে পরেন, তবু মেলেনি প্রাপ্য টাকা।
শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। জানান, রুরাল ডিপার্টমেন্টের কর্মচারী মহাদেব সরেন তার টাকা আটকে রেখেছেন। সেই মামলাতেই গতকাল বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, টাকা দিতে হবে যত শীঘ্র সম্ভব। কলকাতার ডিআই-কেও তিনি ডেকে পাঠান আদালতে। ডিআই এসে এদিন জানান, টাকা পেয়েছেন শিক্ষিকা। অর্থাত্ নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই কাজ হয়েছে।
তবে বিচারপতি এ কথা শুনেই শান্ত হননি। প্রশ্ন তোলেন, আদালতের নজরে আনার ৬ ঘণ্টার মধ্যেই শিক্ষিকার অবসরকালীন সব টাকা চলে এল কী করে। তিনি এদিন নির্দেশ দেন, যে সরকারি কর্মচারীর কাছে এতদিন ধরে আটকে ছিল টাকা, অর্থাত্ মহাদেব সরেন, তাকে আজই আদালতে হাজিরা দিতে হবে। একমাত্র শ্মশান ছাড়া তিনি যেখানেই থাকুন না কেন, হাজিরা আবশ্যিক।
দু'টোর সময়ে মহাদেব সরেন হাজিরা দেওয়ার পরে বিচারপতি তাকে ধমক দিয়ে বলেন, এই টাকা আগেই দিয়ে দিতে পারতেন ওই সরকারি কর্মচারী। কিন্তু তিনি টেবিলের তলা থেকে টাকা নেওয়ার জন্যই এতদিন ধরে ঘুরিয়েছেন শিক্ষিকাকে। সরকারি সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও তারা ঘুষ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত করে দেখা হবে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ