নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণার ঘটনায় গ্রেফতার হলেন ৪ জন।ঘটনাটি ঘটেছে কলকাতার চিনার পার্ক এলাকায়।টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতাত ওই চক্রটি।এই তদন্তে জার্মানির লও এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২৩ জুন মাইক্রোসফ্ট কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটা অভিযোগ আসে।সেখানে জানানো হয় যে ওই সংস্থার নাম করে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশী নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করা হচ্ছে।এরপর তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে ইন্ট্রাক্সিস ইনফো এল এল সি নামের এক সংস্থা চিনার পার্ক এলাকায় একটি অফিস খুলে বিদেশি নাগরিকদের থেকে বিদেশি মুদ্রায় টাকা নিয়ে প্রতারণা করছে।
এরপরই বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় গতকাল রাতে ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে এই সংস্থার দুজন ডিরেক্টর হুগলির বাসিন্দা সচিন তশনিওয়াল, গৌরব জৈন সহ রণিত আচার্য্য এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা প্রসেনজিৎ হরিকে গ্রেফতার করে পুলিশ। তাদের অফিস থেকে ৩৫ টি ডেবিট কার্ড, ২৫টির বেশি কম্পিউটার, ল্যাপটপ, বেশকিছু মোবাইল এবং ল্যান্ড ফোন, চেক বুক, প্যান কার্ড, কাস্টমার ডেটা সহ একাধিক নথি উদ্ধার করে পুলিশ।
২০১৯ সাল থেকে এই সংস্থা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করতো।আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।এছাড়া এই সংস্থার বিরুদ্ধে জার্মানিতে লও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেছে।
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা