নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দোরগোড়ায় কড়া নাড়ছে পৌর নির্বাচন, হাতে আর দিন কয়েক বাকি। আগামী ২২ শে জানুয়ারি পুরভোট বিধাননগর সহ চার কেন্দ্রে। তার আগেই আজ, শুক্রবার পুরভোটকে সামনে রেখে বিধাননগরের জন্য ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এদিন সল্টলেকের দিশারী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘাস ফুলের ইস্তেহার জনসমক্ষে আনা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে সামিল ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শ্রী সুজিত বোস, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়,জ্যোতিপ্রিয় মল্লিক,রথীন ঘোষ,সৌগত রায়, মুখ্য সচেতক নির্মল ঘোষ, চেয়ারম্যান তপতী দত্ত সহ বিধাননগরের ৪০ জন তৃণমূল প্রার্থী। অনুষ্ঠানে শুধু মাত্র উপস্থিত থাকতে পারেননি তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।
বিধাননগর পৌরনিগমের উন্নয়নের জন্য প্রধান দশটি দিককে তুলে ধরে ‘বিধাননগরের ১০ দিগন্ত’ ইস্তেহার প্রকাশ হয়েছে। সেই ইস্তেহারে জানানো হয়েছে,
• বৃষ্টিপাতের অতিরিক্ত জল জমার সমস্যার মোকাবিলায় দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হবে। বর্তমানে ৫১টি পাম্পিং স্টেশন ও নর্দমা লাইনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খাল গুলিরও পুনরুদ্ধার করা হবে।
• মাইক্রো-সারফেসিং প্রযুক্তি ব্যবহার করে বর্তমান সড়ক গুলির মানোন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সহ ৫ বছরের ৬৯.৫ কিমি কাঁচা রাস্তায় ব্ল্যাক টপিং করা হবে। অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ওয়ার্ড এবং বাজার জুড়ে পার্কিংয়ের জন্য অর্থ নির্ধারণ করা হবে।
• নিউটন ওয়াটার প্ল্যান্ট এর ধারণ ক্ষমতা বাড়ানো হবে। জল সরবরাহের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। পাশাপাশি জল সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য জল ধারকের নির্মাণ করা হবে।
• নির্মল বিধাননগর তৈরি করা হবে। অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে একটি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট নির্মাণ করা হবে। পরিবেশবান্ধব এবং প্লাস্টিক মুক্ত বিধাননগর তৈরীর জন্য এলাকাজুড়ে ১০ হাজার চারা রোপণ করা হবে।
• নাগরিক বান্ধব বিধাননগর গড়ে তুলতে সমস্ত এলাকায় ৩০ মিটার অন্তর আলোকস্তম্ভ স্থাপন করা হবে। এছাড়াও নারী ও প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য শহরজুড়ে ৪০০ টি নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি সুলভ শৌচালয় স্থাপন করা হবে। আগামী পাঁচ বছরের অগ্নিনির্বাপক ব্যবস্থা উন্নত করা হবে।
• মডেল বিদ্যালয়ের উদ্যোগে ২টি বর্তমান পুর বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে উন্নীত করা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, উন্নত পাঠক্রম এবং শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য পুর বিদ্যালয়কে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।
• স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সহ বিদ্যমান ১২টি নগর স্বাস্থ্য কেন্দ্র গুলির মানোন্নয়ন করা হবে। পাশাপাশি ১০টি নতুন ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র স্থাপন করা হবে।এছাড়াও প্রবীণ নাগরিক থেকে শিশুদের জন্য ঘরে ঘরে টিকা দানের মাধ্যমে ১০০% টিকা দান করা হবে।
• সমাজকল্যাণে মডেল দরিদ্র পল্লীর উদ্যোগে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরকর্মীদের কল্যাণে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। এছাড়াও প্রবীনদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করা হবে।
• প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে ওয়ার্ড পরিকল্পক কমিটি, ওয়ার্ড স্তরের অভিযোগ নিষ্পত্তির সেল, পাড়ায় সমাধান অ্যাপ, অনলাইনে পুর পরিষেবা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
• সংস্কৃতি ও পর্যটন নিয়ে বলা হয়েছে, বিধাননগরে বার্ষিক উৎসব অনুষ্ঠিত করা হবে। বিধাননগরের দেওয়াল এবং রাস্তা গুলিকে সুন্দর করার লক্ষ্যে স্থানীয় কারিগরদের উৎসাহিত করার জন্য একটি পাইলট আর্ট ডিস্ট্রিক্ট প্রকল্প শুরু করা হবে। প্রথম প্রকল্পটি সেন্ট্রাল পার্কে হবে।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর