নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধায়ক জাকির হোসেনের বাড়িতে টানা দশ ঘন্টা তল্লাশি করে আয়কর দফতরের আধিকারিকরা তার বাড়ি থেকে উদ্ধার করলেন টাকার পাহাড়। এদিন আয়কর দফতরের আধিকারিকেরা তার বাড়ি থেকে উদ্ধার করল নগদ ১৫ কোটি টাকা যার কোনও হিসাব নেই। সেই টাকার উত্স কী তা এখনও জানা যায়নি বলেই আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে।
বুধবার সকাল ১১টা নাগাদ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে জাকিরের বাড়ি ঘিরে ধরে অভিযান শুরু করেন আয়কর আধিকারিকরা। শুধু তার বাড়িই নয়, হানা দেওয়া হয় তার একাধিক বিড়ি কারখানা, জুট মিল ও গুদামে। সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়।
বৃহস্পতিবার সকালে আয়কর দফতর সূত্রে জানা যায় কারখানা থেকে নগদ ১১ কোটি টাকা ও বাড়ি থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে যার উত্স সম্পর্কে কিছু জানাতে পারেননি জাকির হোসেন। কেন এত বিপুল পরিমাণ টাকা এই দুই জায়গায় রাখা হয়েছিল সেটাই প্রশ্ন হিসাবে উঠে এসেছে। এই ১৫ কোটি টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় , এই টাকার সঙ্গে সীমান্তে পাচারকারীদের সঙ্গে সম্পর্ক আছে কি না , তা খতিয়ে দেখছে অফিসাররা।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর