নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। বিধ্বংসী আগুনের প্রকোপে একটি ডিটারজেন্টের গোডাউন।এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির এক বেসরকারি ডিটারজেন্ট কারখানায়। এই আগুনের গ্রাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোডাউন মালিকের। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উপস্থিত দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সফল হন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছিল সমগ্র এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছেব, গত শনিবার সন্ধ্যায় ফুলবাড়ির কারখানার গোডাউনে আগুন লাগে। গোডাউনে মূলত ডিস্ট্রিবিউটরদের স্কিমের বিভিন্ন সামগ্রী ও গ্রাহকদের অফারের গামলা, বালতি, মগ ইত্যাদি মজুত করা ছিল। কোনকারনে আচমকাই গোডাউনে আগুন লেগে যায়। এ দৃশ্য পরিলক্ষিত হতেই, কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এর পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থেকে একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছায়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরো গোডাউন গ্রাস হয়ে গিয়েছে।
যদিও ওই কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারখানার কর্মীরা জানিয়েছেন, তারা কারখানার অন্য সেকশনে কাজ করছিলেন। আগুনের খবর পেয়ে তারা ছুটে আসেন। তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। তাদের প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই এই আগুনের ঘটনা ঘটেছে।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের