নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ৪ পড়ুয়াকে অপহরণের হাত থেকে উদ্ধার করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। তবে এদিন ৪ পড়ুয়াকে উদ্ধার করে গাড়ি ভাঙচুর করে চালককে বেধড়ক মারধর করে এলাকাবাসীরা। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ এসে চালককে আটক করে , সেইসঙ্গে গাড়িটিকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিদ্যালয়ে যাচ্ছিল ৪ পড়ুয়া।সেই সময় একটু মারতি গাড়িতে তাদের জোর করে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর বিষয়টি এলাকাবাসীদের চোখে পরতেই ওই গাড়িটিকে আটক করে ওই চার পড়ুয়াকে উদ্ধার করে এলাকাবাসীরা।
এরপর আর এলাকাবাসীরা ওই গাড়িটিকে ভাঙচুর করে ও অভিযুক্তদের মারধরও করে। এরপর কেতুগ্রাম থানা পুলিশ খবর পেলে তারা ঘটনার স্থলে এসে উপস্থিত হয়। এরপর পুলিশ এসে গাড়ির চালককে এলাকাবাসীদের হাত থেকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'বাচ্চাগুলো স্কুল যাচ্ছিল সেই সময় তাদেরকে জোর করে গাড়িতে তুলে নেয়। এই বিষয়টি নজরে আসতেই আমরা গাড়িটিকে আটক করে বাচ্চাগুলোকে উদ্ধার করি। তারপর পুলিশকে খবর দি।'
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে