নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই কোনো না কোনো ভাবে আলোচনার শিখরে নিজের জায়গা নির্দিষ্ট রেখে চলেছে বিগবস সিজন-১৬। নানা তর্ক-বিতর্ক কখনো বা বন্ধুত্ব অথবা প্রেমে ফাটল নানা জল্পনাতে পরিপূর্ণ এই শো শুধু টেলিদুনিয়াতে নয় , তার পাশাপাশি নেটদুনিয়াতেও চর্চার বিষয়। সম্প্রতি শোয়ের হোস্ট অর্থাৎ সুপারস্টার সলমন খান সপ্তাহের শেষদিনের পর্বের সময় পরিবর্তনের কথা ঘোষণা করেন , তার সঙ্গে নতুন সময়ের কথা ঘোষণা করে নেটদুনিয়ায় তুমুল জল্পনার সৃষ্টি করেছেন।
সম্প্রতি বিগবস-১৬ র একটি নতুন প্রোমোতে ঘোষণা করা হয়েছে শোয়ের জন্য নির্ধারিত নতুন সময়। এই প্রোমোতে দেখা যাচ্ছে সুপারস্টার সলমন খানকে বিগবস সিজন ১৬ র নতুন সময়সীমা ঘোষণা করতে। সপ্তাহের শেষের দিনগুলোর জন্য অপেক্ষা থাকে সবার। তবে এবার রাত ৯:৩০ নয় , আধঘন্টা আগে শুরু হবে শনিবার ও রবিবারের পর্ব।' তবে সোমবার থেকে শুক্রবার শোর নতুন সময় রাখা হয়েছে পূর্বের মতো।
প্রসঙ্গত বিগবস ১৬ র পুরোনো সময়সীমা ছিল প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০ টা নাগাদ এবং শনিবার ও রবিবারের পর্বটি প্রচারিত হতো রাত ৯:৩০ টা থেকে। তবে এখন থেকে সেই পূর্বের সময়ের বদলে প্রতি শনিবার ও রবিবারের পর্বটি রাত ৯:৩০ টার পরিবর্তে রাত ৯ টায় প্রচারিত হবে।
নতুন সময় ঘোষণার পাশাপাশি বিগবস সিজন ১৬ র প্রমোর এক ছোট ঝলকে দেখা যায় অঙ্কিত ও প্রিয়াঙ্কার তুমুল বিবাদ। তারপর দেখা যায় এই বিবাদের পর তারা দুজন ই একে ওপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলছেন। সম্প্রতি এরসঙ্গে এই প্রোমোতে আরও দেখানো হয়েছে প্রিয়াঙ্কা তার অন্য সহ প্রতিযোগী সৌন্দর্য শর্মাকে নিজের মনের কথা বলছেন। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ও বলিদুনিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে।
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে
রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি , ভেঙে তছনছ করা হলো বাড়ি , একাধিক পুলিশের গাড়িতে আগুন