নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিজেপি করায় বাইক কেড়ে নিয়ে, বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ঝড়খালি বাজারে। আক্রান্ত বিজেপির ৪ নম্বর মন্ডলের সহ সভাপতি অমল মন্ডল।এদিন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত পার্বতীপুর এলাকার বাসিন্দা অমল মন্ডল। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার ও জনসংযোগের কাজ করেছিলেন এলাকায়। অভিযোগ, নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই শাসকদলের স্থানীয় নেতাদের দ্বারা আক্রান্ত হন তিনি। তার বাড়িঘরে লুঠপাট করে সমস্ত কিছু দখল করে নেয় তৃণমূলের নেতাকর্মীরা। তখন থেকেই ঘরছাড়া হয়ে অন্যত্র বসবাস করছিলেন। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে জানতে পেরে কয়েক মাস আগেই বাড়িতে ফিরে আসেন ওই বিজেপি নেতা।
এরপর বুধবার সন্ধ্যায় বাইক চালিয়ে ঝড়খালি বাজারে যাচ্ছিলেন ওই বিজেপি নেতা অমল মন্ডল। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বিধান বাইন ও ঝড়খালি পঞ্চায়েত উপপ্রধান দিলীপ মন্ডলের নেতৃত্বে জনা পঞ্চাশ তৃণমূল কর্মী সমর্থক বিজেপি নেতার বাইক কেড়ে নেয়। কেন বাইক কেড়ে নেওয়া হচ্ছে জানতে চাইলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। এমনকি ওই বিজেপি নেতার পেটে ও বুকে লাথি, কিল-ঘুষি মারা হয় বলেও অভিযোগ। বেধড়ক মার ঝেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পরে ওই বিজেপি নেতা।
এরপরে স্থানীয়রা এবং তার পরিবারের লোকজন অমলবাবুকে উদ্ধার করে চিকিত্সার জন্য প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিত্সাধীন রয়েছেন ওই বিজেপি নেতা।
এই ঘটনায় জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি'র সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা বিকাশ সরদার জানিয়েছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আমাদের ঝড়খালি ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি আক্রান্ত হয়েছেন। তাকে মেরে পাকস্থলী ফাটিয়ে দেওয়া হয়েছে। এমন নোংরা রাজনীতির জন্য তৃণমূলকে ধিক্কার জানাচ্ছি। শুধু ধিক্কার নয়, ঘটনায় অভিযুক্তদের মূল মাথা স্থানীয় তৃণমূল নেতা বিধান বাইন ও ঝড়খালি পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মণ্ডলকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানাচ্ছি।
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও