জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মার্চ ২০, ২০২৩ দুপুর ১২:৩৪ IST
641803de7ba5a_n4817187361679295313622e1b85ac7d7cd81a327665df732033969d6928ec17f2f031a732f8bba18eae5b8

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কম্বলকান্ডে শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।আর এর পরেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাত্‍, তাকে আর হেফাজতে রাখতে পারবে না পুলিশ। শীর্ষ আদালতের এই রায়েই জামিনে মুক্তি পাবেন জিতেন্দ্র।

বইটি ক্রয় করতে নিচের লিঙ্কে ক্লিক করুন 

কম্বলকান্ডে শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করে। সে দিন রাতেই জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত।

এদিকে এই ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র। কিন্তু মামলার শুনানির আগেই তাকে গ্রেফতার করা হয়। সেই মামলার রায়ে স্বস্তি পেলেন বিজেপি নেতা। সুপ্রিম কোর্ট তার গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে জিতেন্দ্রর মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের জন্য জিতেন্দ্রর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online