নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিজেপির সাথে যুক্ত থাকা গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজের আমন্ত্রণে , এবার কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী।আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় জল্পনা।
সূত্রের খবর , মহারাজ পন্থী গ্রেটারের আমন্ত্রণে বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানেই যোগদান করতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ১৬ ফেব্রুয়ারি কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর সিদ্ধেশ্বরী মন্দির লাগোয়া পূষনাডাঙা ডাবরি গ্রামে , গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিলা রায়ের জন্মজয়ন্তী উদযাপন হতে চলেছে।আর ওই অনুষ্ঠানেই যোগ দিতে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেই কারণেই এদিন ওই এলাকায় গিয়ে মঞ্চ এবং হেলিপ্যাড তৈরির সমস্ত কাজকর্ম ক্ষতিয়ে দেখলেন , উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ , জেলা শাসক পবন কান্দিয়ান এবং পুলিশ সুপার সুমিত কুমার।
এদিন কোচবিহারে হেলিপ্যাড পরিদর্শনে এসে রবীন্দ্রনাথ বাবু অমৃতবাজারকে জানিয়েছেন , '১৬ ফেব্রুয়ারি বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তীতে গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার একটি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন।সেই কারণেই মঞ্চ ও হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু হয়েছে। সেটাই তদারকি করতে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি'।
এছাড়াও সোমবার ওই স্থানে উপস্থিত গ্রেটার সংগঠনের জেলা সম্পাদক সুমন অধিকারী বলেছেন , 'চিলা রায়ের জন্মজয়ন্তী উদযাপন এবং সংগঠনের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠানের জন্য কেন্দ্র ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।তারমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন।আর সেইজন্যই মঞ্চ তৈরি ও অন্যান্য আনুসাঙ্গিক কাজ চলছে।সেটাই তদারকি করতে আমরা এইখানে উপস্থিত হয়েছি'।
প্রসঙ্গত , দীর্ঘ সময় ধরে গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজ দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন।২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র সহ সংলগ্ন উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে বিজেপির জয়ের পিছনে এই মহারাজের কৃতিত্ব রয়েছে। সেই অনন্ত রায় মহারাজের আমন্ত্রণেই এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে আসা নিয়ে রাজনৈতিক মহলে জোড় চর্চা শুরু হয়েছে।প্রশ্ন উঠছে তাহলে কি মহারাজ বিজেপি শিবির ছেড়ে এবার তৃণমূলের আশ্রয়ে আসতে চলেছেন? যদিও গ্রেটার নেতাদের দাবি, তারা কেন্দ্র রাজ্য সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন। তারমধ্যে মুখ্যমন্ত্রী আসবেন বলে আশস্ত করেছেন।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী