নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আর মাত্র ২ দিন বাকি। আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। তার আগে শনিবার সেখানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত ছিলেন মিতালী রায়। কিন্তু ভোটের ২ দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। রবিবার সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দিলেন মিতালি রায়।
সূত্রের খবর , এদিন সকালে ধূপগুড়ির বিজেপি কার্যালয়ে গিয়ে দলবদল করেন মিতালি রায়। এই যোগদান সভায় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং জলপাইগুড়ি জেলা বিজেপির নেতাদের উপস্থিত ছিলেন। এদিন পদ্মপতাকা হাতে তুলে নেন মিতালি। রাতারাতি তার এই ভোলবদলে রাজ্য রাজনীতিতে ফের শোরগোল শুরু হয়েছে।
বিজেপি যোগ দিয়ে এদিন মিতালি রায় বলেন,'২০২১ সালে বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখেনি তৃণমূল। আমি বিধানসভা উপ-নির্বাচনের প্রচারে বেরোতে চাইনি। আমি বলেছিলাম আমাকে আমার মতো থাকতে দিন। তারপরও ভোট বৈতরণী পেরোতে তৃণমূল আমাকে প্রকাশ্যে আসার জন্য মানসিক চাপ দিয়েছে। কিন্তু এরজন্য আমি ঘরে কেন বসে থাকব? আমি লড়াইয়ের মানুষ। কামতাপুরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। লড়াইয়ে থাকতে ভালবাসি। তৃণমূলে কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। আমার মতো একজন রাজবংশী মানুষকে যদি ব্যবহার করতে না পারে সেটা দল বুঝবে।”
এদিন মিতালি রায়ে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার জানান, ‘মাস্টার স্ট্রোক না সুপার মাস্টার স্ট্রোক সেটা আপনারা বলবেন। কিন্তু মিতালিদেবী বিজেপিতে আসায় বিজেপির পুরো পরিবার আনন্দিত। কারণ শ্রীমতি মিতালি রায় উত্তরবঙ্গে পরিচিত মুখ। যাঁরা রাজবংশীদের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের মধ্যে মিতালি অন্যতম। তিনি তৃণমূলে থাকতে পারছিলেন না। তাই মানুষের পাশে থেকে কাজ করতে মোদীজির কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।’
সুকান্তবাবুর এই মন্তব্য চুপ থাকেনি তৃণমূল। তৃণমূলের জেলা কমিটির সদস্য রাজেশ সিংহ জানিয়েছেন, ‘মাস্টার স্ট্রোক না সার্জিক্যাল স্ট্রাইক, সেটা বিজেপি বুঝবে। ওয়েট অ্যান্ড সি। আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থামান। এই ঘটনা নিয়ে আমরা বলতে চাই , মানুষ মিতালিদেবীর উপর বিশ্বাস হারিয়েছে। কারণ যিনি আগের দিন তৃণমূলের হয়ে ভোট চেয়েছেন, তিনি সকালে বিজেপিতে যোগ দিতে পারলেন কী করে?’
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান