নিজস্ব প্রতিনিধি, মালদহ - পঞ্চায়েতে তৃণমূল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনাস্থা ডেকেছিল বিজেপি সদস্যরা। তবে বুধবার অনাস্থা ভোট থাকলেও সেখানে বিজেপির নেতারা গরহাজির থাকায় ভোট বাতিল হয়ে যায় এবং নিজের পুরনো পদে বহাল থাকেন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি।
অনাস্থা বাতিল হয়ে যাওয়ায় রীতিমতো সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে দলীয় সদস্যরা। পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি হারেজ আলী অভিযোগ করে বলেন, সভাপতি পদে বহাল থাকতে বিজেপি সদস্যদের দিয়ে অনাস্থা ডেকেছিল সভাপতি নিজেই। বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। শুধুমাত্র দলকে বিভ্রান্তি করতে এই সকল কর্মকান্ড করছেন বর্তমানের তৃণমূল সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি।
অন্যদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তৃণমূল সভাপতি বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। বিজেপি অনাস্থা ডাকার পর বুধবার অনাস্থার দিন ঠিক হলেও বিজেপির পক্ষ থেকে গরহাজির থাকায় অনাস্থা বাতিল হয়ে যায়। তবে আমার সঙ্গে দল আগেও ছিল এখনও আছে। সুতরাং কে কি অভিযোগ করলো তা গুরুত্ব না দেওয়াই ভালো।
যদিও অন্যদিকে, ঘাসফুল শিবিরের বাকি সদস্যরা জানিয়েছেন, যখন অভিযোগ উঠেছে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত সত্যিকারের দোষী থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।
উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির ১৮টি আসনের মধ্যে আটটি আসনে তৃণমূল ৮টিতে বিজেপি এবং দুটি আসনে কংগ্রেস জয়লাভ করে। যদিও নির্বাচনের ফল প্রকাশের পরেই কংগ্রেসের তরফ থেকে বিজয়ী সদস্যরা তৃণমূলে যোগদান করায়, তৃণমূলের পাল্লা ভারী হয়।
পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নিযুক্ত হয় মৃণালিনী মন্ডল মাইতি। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনাস্থা ডাকে বিজেপি সদস্যরা। কিন্তু যারা অনাস্থা ডেকেছিল তারা ভোটের দিন অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় নির্বাচন প্রক্রিয়া এবং নিজের পুরনো পদেই বহাল থাকেন তৃণমূল সভাপতি।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড