বিজেপিতে যোগদান করলেন কংগ্রেস নেতা অশোক রায় ।

মার্চ ১১, ২০২১ বিকাল ০৬:৩৩ IST
6049da48b9575_18

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর:  লড়াকু প্রবীন কংগ্রেস নেতা তথা উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় দলত্যাগ করে বিজেপি দলে যোগদান করলেন। অশোক বাবুর সাথে বিজেপিতে যোগদান করলেন চোপড়ার কংগ্রেস নেতা ফজলুর ইসলাম। বিজেপির নীতি আদর্শকে মেনে কাজ করার অঙ্গীকার করলেন দাপুটে এই কংগ্রেস নেতা। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।  উপস্থিত ছিলেন বিজেপির সাধারন সম্পাদক নিমাই কবিরাজ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

দীর্ঘ চার দশকের দাপুটে কংগ্রেস নেতা অশোক রায় প্রথমে সিপিএম ও পরে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় লড়াই সংগ্রাম করার পাশাপাশি এলাকার চাবাগানের শ্রমিকদের হয়েও অনেক লড়াই আন্দোলন করেছেন। দীর্ঘ ২৪ বছর ধরে অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি পদে আসীন থেকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কংগ্রেস জেলা বা রাজ্য শীর্ষ নেতৃত্বকে কোনও কিছু না জানিয়ে মঙ্গলবার রাতে আচমকাই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন  করে বিজেপি দলে যোগদান করলেন। 

তাঁর এই বিজেপি দলে যোগদানের ফলে একদিকে যেমন চোপড়ায় বিজেপির শক্তি বৃদ্ধি ঘটল পাশাপাশি চোপড়া বিধানসভা এলাকায় বাম-কংগ্রেসের জোটের ব্যাপক ক্ষতি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে চোপড়ায় তৃনমূল বিধায়কের প্রধান প্রতিপক্ষ অশোক রায়কে বিজেপির প্রার্থী করে চমক দেয় কিনা সেটাও দেখার। যদিও অশোক বাবু জানিয়েছেন “এখন থেকে আমি বিজেপির নীতি আদর্শকে মেনে এলাকার জন্য কাজ করব”।

ভিডিয়ো

Kitchen accessories online