AIIMS- এ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সহ আরও বিভিন্ন পদে মোট ৯৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।
পদ- জুনিয়র ওয়ার্ডেন ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজি স্টোরকিপিং / পাবলিক রিলেশন্স / এস্টেট ম্যানেজমেন্টের কাজে দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
মূল বেতন- প্রতিমাসে ১৮,৭৫০ টাকা ।
শূন্যপদ- ৩টি ।
পদ- লোয়ার ডিভিশন ক্লার্ক ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে আবেদনের যোগ্য ।
মূলবেতন- প্রতিমাসে ১৮,৭৫০ টাকা ।
শূন্যপদ- ১৮ টি ।
পদ- স্টেনোগ্রাফার।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ৮০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদনের যোগ্য।
মূল বেতন- ১৮,৭৫০ টাকা।
শূন্য পদ- ৫ টি।
পদ- স্টোর কিপার।
শিক্ষাগত যোগ্যতা- ইকোনমিক্স/ কমার্স/ স্ট্যাটিসটিকস নিয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। পাবলিক কিংবা প্রাইভেট সেক্টরে সংশ্লিষ্ট ট্রেডে ও অ্যাকাউন্টসের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও যে কোন শাখার যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা।
শূন্য পদ- ৮ টি।
পদ- জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা।
শূন্য পদ- ২ টি।
পদ- ফার্মাসিস্ট ।
শিক্ষাগত যোগ্যতা- ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন থাকলে আবেদনের যোগ্য।
মূল বেতন- ২২,০২০ টাকা।
শূন্য পদ- ৩ টি।
পদ- MRT ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের মেডিক্যাল রেকর্ডস নিয়ে সার্টিফিকেট পাশ করা আবশ্যক । সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
মূল বেতন- ২২,০২০ টাকা।
শূন্যপদ- ১০ টি।
পদ- প্রোগ্রামার ।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে বি.ই / বি. টেক কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। এছাড়াও এম.সি.এ কোর্স পাশ ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য।
মূল বেতন- ৪৪,৯০০ টাকা।
শূন্য পদ- ৩ টি।
পদ- টেকনিশিয়ান (O.T) ।
শিক্ষাগত যোগ্যতা- O.T টেকনোলজি নিয়ে বি.এস.সি পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা।
শূন্য পদ- ১২ টি।
পদ- টেকনিশিয়ান (রেডিওলজি) ।
শিক্ষাগত যোগ্যতা- রেডিওলজি নিয়ে বি.এস.সি / বি.এস.সি অনার্স পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা।
শূন্য পদ- ৬ টি।
পদ- টেকনিশিয়ান (ল্যাবরেটরি) ।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে ডিগ্রী কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । ১০০ টি বেডের হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা ।
শূন্য পদ- ২৩ টি।
পদ- টেকনিশিয়ান (ল্যাবরেটরি) ।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে ডিগ্রী কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । ১০০ টি বেডের হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক । এছাড়াও ৫ টি বেডের হাসপাতালে হেমাডায়ালিসিসের কাজে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা ।
শূন্য পদ- ৩ টি।
পদ- টেকনিশিয়ান (রেডিওলজি) ।
শিক্ষাগত যোগ্যতা- রেডিওগ্রাফি নিয়ে ৩ বছরের অনার্স / বি.এস.সি পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। যে কোনও মেডিক্যাল কলেজ ক্যাথ ল্যাব সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- ৩৫,৪০০ টাকা।
শূন্য পদ- ২ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে www.becil.com কিংবা https://becilregistration.com এই ওয়েবসাইটের মাধ্যমে ২৮.০৬.২০২২ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- www.becil.com কিংবা https://becilregistration.com এই ওয়েবসাইট দেখুন ।
বিজ্ঞপ্তি নং- 150.
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন