নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শিমুরালির ইতিহাস জড়িয়ে আছে পানচাষে। দেশ বিদেশে বিখ্যাত পান মানেই শিমুরালির পান। কিন্তু আজ পানচাষের সঙ্গে জড়িয়ে থাকা শিমুরালির এই ঐতিহ্য বিদ্ধস্ত। বৃষ্টি নেই,জলাশয় শূন্য, সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে পানের পিলি। চিন্তায় পানচাষীদের মাথায় হাত। দিন দিন কমছে পানচাষের সংখ্যা, চাষীও হাতে গোনা কয়েকজন।
বৃষ্টি নেই,জলাশয় গুলি জল শূন্য,ফলে জল সেচ দিতে পারছে না চাষীরা। পানের পিলি শুকিয়ে যাচ্ছে দিন দিন। চরম দুর্ভোগে মাথায় হাত শিমুরালির পান চাষীদের। রাউতাড়ি,শিমুরালি, চাঁদুড়িয়া এই তিনটি জিপি মিলিয়ে পান চাষ হতো। এই জন্য এখানে পানের পাইকারি বাজার ছিল। সেই বাজার বসতো কাকভোরে। এই অঞ্চলে দুই রকম পান চাষ হতো মিঠা পান, ঝাল পান। অর্থাৎ ভাবনাপান, রাশপান।
এখানে বেশীর ভাগই বারুজীবি সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল ফলে বংশ পরম্পরায় এরা পান চাষের মধ্যে লিপ্ত ছিল।বর্তমানে এই অঞ্চলে বরজের চাষ আজ অতিত। লোক সংখ্যা বাড়ার ফলে জমি বিক্রি করে দিচ্ছে মানুষ। সেচ দেয়ার জন্য যে জলাশয় ছিল তা ভরাট হয়ে যাচ্ছে। বরজের কাজ জানা দিন মজুরের অভাব। ভাবনা পান বেশ কয়েক বছর ধরে আর চাষ হয় না। ফলে প্রায় ধ্বংসের মুখে পানচাষ। গুটি কয়েকজন চাষী রয়েছে, কিন্তু তারাও বহু সমস্যায় ভুগছে।
পানচাষী অশোক রায় জানিয়েছেন,"আমফান ঝড়ে বরজ পরে গিয়েছিল আজ পযর্ন্ত সরকারি সাহায্য পাইনি। জলাশয় শুকিয়ে গেছে। আকাশে বৃষ্টি নেই। প্রচন্ড তাপে পান পাতা শুকিয়ে যাচ্ছে। কি করে গাছ বাঁচাবো বুঝতে পারছি না। এক বিঘে জমিতে বরজ করেছি প্রতি জমি বাবদ দশ হাজার টাকা দিয়েছি। প্রায় ষাট হাজার টাকা খরচ হয়েছে এই বরজ করতে। এই খরায় আর বরজ রাখতে পারবো না"।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন