নিজস্ব প্রতিনিধি , ঢাকা - যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২২ অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর চমৎকার ভূমিকা গ্রহণের কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মেয়েদেরও বিমাবাহিনীতে যোগদান করার তথ্যটি তুলে ধরেন। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এছাড়াও এদিন দুপুরে আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
বৃহস্পতিবার সকালে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২২ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এই একই দিনে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের এক জনসভায় নিজের বক্তব্য প্রদান করবেন। সেই জনসভায় ১০টি জেলা থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিতে চলেছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন,"আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিমান বাহিনীকে আবার নতুন করে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবাহিনীতে নতুন করে বেশ কিছু বিমান সংযোজন করা হয়েছে। শান্তিরক্ষা মিশনে আমাদের বিমান বাহিনী অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করছে। আমরা সত্যিই সে জন্য গর্বিত।"
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।