নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - শাহরুখের পথেই এবারে একই অভিযোগে অভিযুক্ত হলেন সঞ্জয় দত্ত। ঘটনাচক্রে দুটি ঘটনাই ঘটেছে বিমানবন্দরে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।সামনে প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের দেখলেই ক্যামেরাবন্দি করতে ছুটে যান অনুরাগীরা। এ ঘটনা নিত্যদিনের। শুক্রবার রাতে এমনটাই ঘটেছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যায়, এক অনুরাগী ক্রমাগত সঞ্জয় দত্তকে অনুসরণ করছিলেন, তার পাশে পাশে হেঁটে পুরোটাই ভিডিয়োবন্দি করছিলেন। আর তাতেই কিছুটা বিরক্তির ছাপ ছিল অভিনেতা সঞ্জয় দত্তর চোখে মুখে। সেই অনুরাগীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সঞ্জয়, তবে তারপরে ফের আরও একজন এসে সঞ্জয়কে অনুসরণ করতে শুরু করেন। তাকেও সরানোর চেষ্টা করতে থেকেন সঞ্জয়।এই ভিডিয়োর নিচেই নেটপাড়ার কেউ কেউ লিখেছেন, ‘এদের যে কেন এত্ত অহংকার!…’।
কিছুদিন আগে ঠিক একইভাবে 'ডাঙ্কি'র শ্যুটিং শেষে শাহরুখ মুম্বই ফেরার সময়ও একই ঘটনা ঘটেছিল। সেদিন প্রথমে বিমানবন্দরে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেই বের হচ্ছিলেন শাহরুখ, সামনে এক অনুরাগী ফোন নিয়ে ছবি তুলতে এলে তাকে হাত দিয়ে ধাক্কা মারেন কিং খান। যা নিয়ে কিছু কম চর্চা হয়নি।
যদিও শাহরুখকে সচারাচর অনুরাগীদের সঙ্গে এমন এমন ব্যবহার করতে দেখা যায়না বলেই মত প্রকাশ করেছিলেন কেউ কেউ। আবার কয়েকদিন আগে এক অনুরাগী করিনা কাপুরের সঙ্গে সেলফি তুলতে এলে তাকে এড়িয়ে যান করিনা, তা নিয়েও কিছু কম সমালোচনা হয়নি। এরই মধ্যে ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে সালমান খানের বিমানবন্দরে উপস্থিত খুদে অনুরাগীদের কাঁধে হাত দিয়ে ফটো তুললেন সালমান।
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
পার্টি অফিসে ঢোকার আগেই বাঁধা পান তিনি
দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অংশগ্রহনকারীদের নিয়ে চলছিল কড়া টক্কর
ডলি জৈনের সঙ্গে বিশেষ শুটের মাঝেই ইনস্টাগ্রামে AskMe সেশন করেন সাংসদ অভিনেত্রী
৬১ বছর বয়সে এসেও ইন্ড্রাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি
একটি ট্রাক এসে ধাক্কা মারে তানজিন তিশার গাড়িতে
চলতি বছর কিং খানের দুটি ছবিই ১০০০ কোটির গন্ডি টপকে গিয়েছে
রোম্যান্টিক নায়কের ইমেজ ছেড়ে একেবারে ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন অঙ্কুশ
এবার শুধু মুভি রিলিজের পালা
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি