বিরাট-রাহুলের হাফ সেঞ্চুরি , অভিষেক ম্যাচেই জয় হাসিল রোহিত বাহিনীর

অক্টোবর ০৮, ২০২৩ রাত ১০:৫৬ IST
6522e0d956209_india-2-1

নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - দুর্দান্ত ফিল্ডিংয়ের পর এবার খেলার শেষ দিকে ব্যাটিংয়েও ঝড় তুলল ভারত। অভিষেক ম্যাচেই জয় হাসিল করল রোহিত বাহিনী। প্রথমে বিরাট-রাহুল ও পরে রাহুল-পান্ডিয়ার জুটিতেই কিস্তিমাত করল ভারত। টার্গেট ছিল ২০০। ওভার শেষ হবার আগেই মাত্র ৪১.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

তবে এদিন ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো ছিলো না। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে দুই ওপেনার এদিন ধরাশায়ী হয়। রোহিত শর্মা, ঈশান কিষান শূন্য রানে ফিরে যান। চার নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ারও খাতা খুলতে পারেননি। এরপর হাল ধরেন বিরাট ও রাহুল জুটি। এই জুটি যখন ব্যাট নিয়ে পিচে নামে তখন সবে দুই রানে ছিল ভারত। প্রথমে ৫০ রানের পার্টনারশিপ আর তারপর ১০০ রান। আর শেষ হল ১৬৫ রানে। এরপর হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল পার্টনারশিপে নামেন। তাদের জুটিতেই ভারত জেতে। ম্যাচের শেষে কেএল রাহুল ৯৭ রানে ও হার্দিক পান্ডিয়া ১১ রানে অপরাজিত থাকেন।


অস্ট্রেলিয়া- ১৯৯ (৪৯.৩)

ভারত- ২০১/৪ (৪১.২)

ভিডিয়ো

Kitchen accessories online