সোনালি রঙের বিরল প্রজাতির বাঘ কাজিরাঙা জাতীয় পার্কে, হইচই পর্যটকদের মধ্যে

মে ১৩, ২০২২ রাত ১২:১৭ IST
627d495e16c77_IMG_20220512_224012

নিজস্ব প্রতিনিধি , দিসপুর - দীর্ঘদিন পর প্রকাশ্যে এলো বিরল প্রজাতির রয়েল বেঙ্গল টাইগার। এক পর্যটক সোশ্যাল মিডিয়ায় বাঘের ছবি পোস্ট করতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এই বিরল প্রজাতির বাঘ দেখা গিয়েছে অসমের কাজিরাঙা জাতীয় পার্কে।

Advertisement

বেঙ্গালুরুর এক পর্যটক জানিয়েছেন,'একাধিক গন্ডার পার্কের তৃণভূমিতে ঘাস খাচ্ছে। সেই সময় বাঘটি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। সাধারণত এই ভাবে গন্ডারের সঙ্গে রয়াল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন বাঘ কিছু শিকারের লক্ষ্যে থাকে তখন তারা এই ভাবে  চারণ ক্ষেত্রে ঢুকে পরে'।

অন্যদিকে আবার বিরল প্রজাতির বাঘ প্রসঙ্গে বিশেষজ্ঞদের বক্তব্য,' অনেকে এরকম ধরনের বাঘ দেখলে রয়েল বেঙ্গল টাইগার মানতে অস্বীকার করে। কিন্তু  সোনালি বাঘ হল রয়াল বেঙ্গল টাইগারের এক বিশেষ রূপ। জিন মিউটেশনের কারণে এদের গায়ের পশম কমলা না হয়ে সোনালি হয়'।

উল্লেখ্য , পূর্বের তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে অসমে। ২০১৮ সালে  রাজ্যে যেখানে বাঘের সংখ্যা ছিল ১৫৯টি, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২০০টি। এছাড়া বর্তমানে কাজিরাঙায় ১২১টি, মানসে ২৮টি, ওরাংয়ে ২৮টি এবং মামেরি টাইগার রিজার্ভে ৩টি বাঘ রয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online