নিজস্ব প্রতিনিধি, গোয়া – শনিবারের রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে লক্ষ লক্ষ বাগান সমর্থক। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামের সবুজ ঘাসে ভাসল পালতোলা নৌকা। বিশালের দস্তানার কাছে আটকে গেল সুনীলরা। বেঙ্গালুরু এফসিকে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে নিল এটিকে মোহনবাগান। প্রথমবার আইএসএলের শিরোপা জিতল সবুজ মেরুন। ভারত সেরা হল এটিকে মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে যায়। ১৪ মিনিটের মাথায় কর্নার বাঁচাতে গিয়ে হাতে বল লাগে রয় কৃষ্ণার। পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। এরপর আক্রমণ আরও বাড়িয়ে দেন প্রীতমরা। ৪৫+৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ সমতায় ফেরান বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ১-১।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই তুল্যমূল্য লড়াই শুরু হয়। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি ছিল না। ৭৮ মিনিটে এটিকে মোহনবাগান প্রাক্তনী রয় কৃষ্ণার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ৮৫ মিনিট নাগাদ বক্সের বাইরে কিয়ান নাসিরিকে ফাউল করেছিলেন বেঙ্গালুরুর ফুটবলার। ফলে পেনাল্টি পায় সবুজ মেরুন। পেনাল্টি থেকে সেই দিমিত্রি পেত্রাতোস গোল করে ম্যাচ সমতায় ফেরান। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ২-২।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচ মীমাংসিত না হওয়ায় ম্যাচ যায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি, মনবীর সিং। বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেন অ্যালান কোস্টা, রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী। ব্রুনো ব়্যামিরেজ কিক অসাধারণ ভাবে সেফ করেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। পঞ্চম গোল তিন কাঠির বাইরে মারেন বেঙ্গালুরুর ফুটবলার। ট্রাইবেকারে স্কোরলাইন ৪-৩।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা