নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজনৈতিক দল হিসাবে গত ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস ২৬ বছর পূর্ণতা লাভ করেছে। সেইসঙ্গে গত ৫ই জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮তম জন্ম দিবস। নববর্ষের প্রথম সপ্তাহে এই দুই অমূল্য দিনকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুরু হয়েছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচি ।এবারের সেই সঙ্গে হাওড়া জেলায় এক বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতৃত্ব শ্রী কাল্টু দাস মহাশয়ের নেতৃত্বে আয়োজিত হয়েছে রক্তদান শিবিরের।
আজ সকাল ন'টা ঘটিকায় হাওড়া জেলায় বালিটিকুরি শেঠপাড়ায় শুরু হয়েছে এই রক্তদান জীবন দান শিবিরের। প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকলেও এই বছর এই আয়োজন বিশেষ ভাবে করা হয়েছে। বিগত ১১ বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে চলছে সমাজসেবী কাল্টু দাস ।
আজ সকাল থেকে প্রায় ১৫০ অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেছেন। রক্তদান শিবিরে শুধুমাত্র রক্তদান ছাড়াও , আয়োজিত করা হয়েছে বিভিন্ন রকমের কর্মসূচি। এলাকার প্রবীনতম মহিলাদের জন্য অর্থাৎ যারা ষষ্ঠর্ধ তাদের উদ্দেশ্যে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আজ সকাল থেকেই বয়স জ্যেষ্ঠ মহিলাদের বিভিন্ন রকম ফল ও সুস্বাস্থ্যবান খাদ্য হাতে তুলে দিয়ে ,সেই সঙ্গে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত মহিলারা এই শিবিরে উপস্থিত হতে পারছে না খোদ কাল্টু দাস তাদের বাড়ি বাড়ি পৌঁছে সেই সমস্ত মহিলাদের সম্মান জ্ঞাপন করছেন।
এ যেন মানবিকতার এক অন্যরূপ! রক্তদান শিবির যে এত মহাসমারোহে পালিত হতে পারে, তা আগে কোথাও হদিশ পাওয়া যায়নি। ব্যতিক্রমী এই রক্তদান শিবিরে মহিলা ছাড়াও খুদে ,কচিকাঁচাদের জন্য আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা , সঙ্গীত প্রতিযোগিতা ইত্যাদির।
এর পাশাপাশি এলাকার মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলার প্রতিযোগিতা । বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন এক স্বনামধন্য গায়িকা। অতএব ,বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছেন সমাজসেবী কাল্টু দাস মহাশয়।
আজ এই মহান রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীগণ ,বিধায়কগণ, এছাড়াও ব্লক ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। বিভিন্ন সমাজ সেবী থেকে শুরু করে দলীয় নেতা-নেতৃত্ব সকলের সমাগমে আজ সুষ্ঠুভাবে পালিত হচ্ছে এই রক্তদান শিবির।
এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী কাল্টু দাস মহাশয় জানিয়েছেন, এই বছরে রক্তদান শিবির ১১ তম বর্ষে পদার্পণ করেছে । তার ছোট থেকেই ইচ্ছে ছিল প্রকৃত মানুষ হয়ে মানুষের পাশে থাকবে কেননা মানুষ মানুষের জন্য! এছাড়াও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি বিগত ১১ বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে নিযুক্ত হয়েছেন ,ঠিক এভাবেই আজও এক ক্ষুদ্র প্রয়াসের আয়োজন করেছেন তিনি।
নাচ- গান, আনন্দ- উৎসব ,সেইসঙ্গে রক্তদান সম্পর্কে সচেতনতা করার পাশাপাশি একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে আজ মহসমারহে এই রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে।
পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, এই রক্তদান শিবিরে, বিরোধী দলের রাজনৈতিক কোন ব্যাক্তি নিযুক্ত হননি তারা শুধুমাত্র বিরিয়ানির লোভ দেখিয়ে ভোট আদায় করতে পারেন,ভোটে যুক্ত হতে পারেন। এই বিষয়টি উল্লেখ করে তিনি আগামী পঞ্চায়েত ভোটে ১০০ শতাংশ বিজয়ী হওয়ার আশ্বাস জ্ঞাপন করেছেন।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র