অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - গত ২৭ মার্চ ২০২৩ সোমবার গোবরডাঙা নাবিক নাট্যমের নিজ মহড়াকক্ষে মহা সাড়ম্বরে পালিত হলো বিশ্ব নাট্য দিবস। প্রায় ৩০ জন কচিকাচা এবং দলের সকল সদস্য ও সদস্যাদের নিয়ে তারা এই দিনটি উদযাপন করলেন। নাটক, গান,নাচ, আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিলো তাদের এই বিশ্ব নাট্য দিবসের দিনটি। অনুষ্ঠানের শুভ সূচনা হয় সৌরজতি অধিকারীর গানের মাধ্যমে, সংগতে ছিলেন প্রদীপ কুমার সাহা।
এরপর দলের সভাপতি জীবন অধিকারী এই দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে শিশুকিশোর নাট্য কর্মশালা বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের এই বছরের নতুন প্রযোজনা তিনুর কিসসা নাটক টি পরিবেশন করে। এরপর দেবাদৃতা ঘোষ এবং রাখি বিশ্বাস দুটি সুন্দর নাচ পরিবেশন করে। শিশুকিশোর কর্মশালার কচিকাচাদের গান, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্চালক অবিন দত্ত।
বিশ্ব নাট্য দিবসের এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি বলেন আজকের দিনটার জন্য তিনি গর্বিত । সব শেষে প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, সুপর্ণা সধুখাঁ, অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, অবিন দত্ত, এবং দলের সমস্ত কুশীলবের সমবেত কন্ঠে পরিবেশিত হয় নাটকের গান ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।